সর্পিল ছায়াপথ

নক্ষত্রপুঞ্জের অপেক্ষাকৃত নবীন নক্ষত্র সমন্বয়ে গঠিত সর্পিলাকৃতি বাহুগুলি যখন প্রাচীনতর নক্

সর্পিল ছায়াপথ এক ধরনের ছায়াপথ যা দেখতে চেপ্টা, ধীরে ধীরে এর চারপাশের স্ফীতি চাকতিগুলো কেন্দ্রকে কেন্দ্র করে পর্যাবৃত্তাকারে ঘুরতে থাকে।ইহার কেন্দ্রে নক্ষত্র,গ্যাস,ধূলিকণা,অন্ধকার বস্তু এবং শক্তিশালী কৃষ্ণ বিবর ধারণ করে।[১] উইলিয়া হেরসচেল ১৮শ শতাব্দীতে ছায়াপথের তালিকা তৈরি করেন।১৯৩৬ সালে এডউইন হাবল তার গবেষণায় সর্বপ্রথম সর্পিল ছায়াপথের সন্ধান মেলে দি রিয়েলম অব নেবুলা" নামক গ্রন্থে.[২] এদের নামকরণ এদের আকারের ভিত্তিতে করা হয়। আমরা আকাশগঙ্গা নামক সর্পিল ছায়াপথে বসবাস করছি। বর্তমানে মহাবিশ্বের প্রায় ৬০% ছায়াপথ সর্পিল আকারের। [৩]

একটি সর্পিল ছায়াপথের উদাহরণ, পিনহুইল ছায়াপথ (মেশিয়ার ১০১ বা এন জি সি ৫৪৫৭)
একটি নিষিদ্ধ সর্পিল ছায়াপথ

কাঠামো সম্পাদনা

 
নিষিদ্ধ সর্পিল ছায়াপথ ইউ জি সি ১২১৫৮.

সর্পিল ছায়াপথের উপকরণ:

সর্পিল বাহুদয় সম্পাদনা

 
এন জি সি ১৩০০ in অবলোহিত আলো।

সর্পিল বাহুদয় নক্ষত্র এর কেন্দ্র হতে সৃষ্ট সর্পিল এবং নিষিদ্ধ সর্পিল ছায়াপথ।এগুলো লম্বা, চিকন সর্পিলের ন্যায় এবং এই কারণে এগুলোর নামকরণ সর্পিল ছায়াপথ।প্রাকৃতিকভাবে, বিভিন্নরকমের ছায়াপথের বাহুর উপর নির্ভর করেসর্পিল ছায়াপথের প্রকারভেদ করা হয়েছে।উদাহরণস্বরূপ এস ছি এবং এস বি সি ছায়াপথদয়ে, রয়েছে খুবই "হালকা" বাহুদ্বয়।কিন্তু এস এ এবং এস বি এ ছায়াপথে রয়েছে খুবই শক্তিশালী বাহুদয় (হাবল সিকুয়েন্সের তথ্যসূত্রানুযায়ী)। উভয়ক্ষেত্রে, সর্পিলবাহুদ্বয় অনেক নতুন এবং নীল নক্ষত্র ধারণ করে (উচ্চ ঘনত্বের ভর এবং নতুন নক্ষত্রের সৃষ্টির কারণে), যা বাহুদ্বয়কে অনেক উজ্জ্বল করে তুলেছে।

আকাশগঙ্গা সম্পাদনা

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল আকাশগঙ্গা একটি সাধারণ সর্পিল ছায়াপথ। কিন্তু পরবর্তীতে ১৯৬০ সালে ধারণা করা হয় এর কেন্দ্রে একটি বার আকৃতির অংশ রয়েছে। [৪] অর্থাৎ, এটি একটি নিষিদ্ধ সর্পিল ছায়াপথ। এটি ২০০৫ সালে Spitzer Space Telescope এর সাহায্যে এটি নিশ্চিত করা হয়।[৫]

 
WISE থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আকাশগঙ্গা ছায়াপথ

বিখ্যাত উদাহরণ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. 'Supermassive' means not just large size, but huge gravitational effect.
  2. Hubble, E.P. (১৯৩৬)। The Realm of the Nebulae। New Haven: Yale University Press। আইএসবিএন 0300025009 
  3. Loveday, J.। "The APM Bright Galaxy Catalogue"Monthly Notices of the Royal Astronomical Society। সংগ্রহের তারিখ মার্চ ২৫, ২০২১ 
  4. G, de Vaucouleurs। "https://ui.adsabs.harvard.edu/abs/1964IAUS...20..195D/abstract"The SAO/NASA Astrophysics Data System  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  5. McKee, Maggie (১৬ আগস্ট ২০০৫)। "Bar at Milky Way's heart revealed"New Scientist 

বহিঃসংযোগ সম্পাদনা