সত্তা (চলচ্চিত্র)

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ২০১৭ সালের চলচ্চিত্র

সত্তা হচ্ছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল ও তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন।[২][৩] এটির কাহিনী লিখেছেন সোহানী হোসেন এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খানপাওলি দাম[৩][৪] এছাড়াও এতে আরোও অভিনয় করেছেন কাবিলা, নাসরিন, রিনা খান, ও ডন প্রমূখ। এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। চলচ্চিত্রটি বাংলাদেশে ২০১৭ সালের ৭ এপ্রিল মুক্তি পায়।[৫]

সত্তা
সত্তার প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
পরিচালকহাসিবুর রেজা কল্লোল
প্রযোজকসোহানী হোসেন
চিত্রনাট্যকারফেরদৌস হাসান
কাহিনিকারসোহানী হোসেন
উৎসসোহানী হোসেন কর্তৃক 
মা
শ্রেষ্ঠাংশে
সুরকারবাপ্পা মজুমদার
চিত্রগ্রাহকআসাদুজ্জামান মজনু
সম্পাদকশামসুল আরেফীন সাদি
প্রযোজনা
কোম্পানি
তরঙ্গ এন্টারটেইনমেন্ট
পরিবেশকতরঙ্গ এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ৭ এপ্রিল ২০১৭ (2017-04-07) (বাংলাদেশ)
  • এপ্রিল ২০১৭ (2017-04) (বিশ্বব্যাপী)
[১]
স্থিতিকাল১৪৩ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

সত্তার মূল চিত্রগ্রহণ শুরু হয় ২০১৪ সালের ১৬ নভেম্বর। ২০১৬ সালের ১৪ এপ্রিল এটির ফার্স্ট লুক টিজার মুক্তি পায়। চলচ্চিত্রটি ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার সহ ৫টি বিভাগে, ৩৯তম বাচসাস পুরস্কারে সর্বাধিক ৬টি বিভাগে এবং ২০তম মেরিল-প্রথম আলো পুরস্কারে ২টি বিভাগে পুরস্কার অর্জন করে।[৬][৭][৮]

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

ধনীর বখে যাওয়া ছেলে সবুজ (শাকিব খান), তাকে মাদকাসক্ত করে তার সম্পত্তি কেড়ে নিতে চায় মামা-মামী। সমাজ হতে নিজেকে গুটিয়ে রাখে সবুজ। অপর দিকে শিখা (পাওলি দাম) চুয়াডাঙার সীমান্তঘেঁষা গ্রামের মেয়ে। শিখার মা রুপা (শামীমা নাজনীন) তার বিয়ের যৌতুক যোগাড় করতে গিয়ে অবৈধ পাচারকাজে জড়িয়ে পরে; পাচারকালে সীমান্তরক্ষীদের গুলি খেয়ে মারা যায়। মায়ের লাশ ছাড়াতে গিয়ে বিবেকহীন এক চিকিৎসকের খপ্পরে পড়ে শিখা। একপর্যায়ে তার সম্ভ্রম কেড়ে নিতে চায় ওই চিকিৎসক, নিজের সম্ভ্রম বাঁচাতে ডাক্তারকে ছুরি মেরে ঢাকায় পালিয়ে আসে সে। ঢাকায় এসে নিজেকে বাচিঁয়ে রাখতে সংগ্রামে লিপ্ত হয় শিখা। বেশ কয়েকবার দুষ্টচক্রের হাত বদল হতে হতে একপর্যায়ে পতিতাদের দলে গিয়ে ভীড়ে যায় সে। শত আঘাত সত্ত্বেও নিজের সতীত্বকে ধরে রাখার চেষ্টা করে শিখা। একপর্যায়ে শিখার প্রেমে পড়ে যায় সবুজ। শিখার লড়াই আর সবুজের ভালবাসা নিয়ে এগিয়ে যায় এ চলচ্চিত্রের কাহিনী।

অভিনয় সম্পাদনা

নির্মাণ সম্পাদনা

২০১৪ সালের ১৫ অক্টোবর ঢাকার একটি রেস্তোরাঁয় সত্তা চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়।[১২]

অভিনয়শিল্পী নির্বাচন সম্পাদনা

প্রাথমিকদিকে, সত্তা চলচ্চিত্রটিতে পাওলি দামের বাবার চরিত্রে আহমেদ রুবেল অভিনয় করার কথা থাকলেও,[১৩] পরবর্তীতে সময়মত উপস্থিত না হওয়া এবং পরে শিডিউল দিয়েও উপস্থিত না হওয়ায় তাকে বাদ দিয়ে এ চরিত্রের জন্য জয়ন্ত চট্টোপাধ্যায়কে নেয়া হয়।[১৪]

চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পাওলি দামের মায়ের চরিত্রে রুপা ভূমিকায় অভিনয় শুরু করেছিলেন বন্যা মির্জা,[১৫] তিন দিন শুটিং করার পর হঠাৎ মঞ্চনাটকে ফেরার তাগিদ অনুভব করায় সত্তা চলচ্চিত্র থেকে থেকে সরে দাঁড়ান তিনি। পরবর্তীতে এ চরিত্রের জন্য নির্বাচিত হন শামীমা নাজনীন[১৬]

চিত্রগ্রহণ সম্পাদনা

২০১৪ সালের ১৬ নভেম্বর এফডিসির ঝর্ণা স্পটে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়, প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী শাকিব খানপাওলি দাম[১][১৭] ২০১৪ সালের ২০ ডিসেম্বর ঢাকার পূবাইলে চলচ্চিত্রটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়।[১৮] দ্বিতীয় লটের শুটিংয়ের পর শাকিব খান ও পাওলি দামের শিডিউল জটিলতায় থেমে যায় চলচ্চিত্রটির কাজ।[১৯] পরে, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হয় এটির তৃতীয় লটের চিত্র ধারণ, এ লটে শহীদ মিনার, এফডিসি, ঢাকা ক্যান্টনমেন্ট ও গুলশান লেডিস পার্কে ৩০ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয়দিন হয় চিত্র ধারণ।[২০][২১] এরপর, ২০১৬ সালে ১৫ অক্টোবর থেকে বাংলাদেশের কক্সবাজারে শুরু হয় এ চলচ্চিত্রের চতুর্থ ও শেষ লটের শুটিং, এ লটে ২০ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন শাকিব খান ও পাওলি দাম অভিনয়ের দুটি গানের চিত্র ধারণ ও কয়েকটি দৃশ্যের চিত্র ধারণ করা হয়।[২০][২২][২৩][২৪]

সঙ্গীত সম্পাদনা

সত্তা (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র‍্যাক)
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখমার্চ ২০১৭
শব্দধারণের সময়২০১৬
স্টুডিওতরঙ্গ এন্টারটেইনমেন্ট
ঘরানাচলচ্চিত্র সঙ্গীত
দৈর্ঘ্য২৭:০২ মিনিট
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীকিনেটিক নেটওয়ার্ক
প্রযোজকবাপ্পা মজুমদার
সত্তা : অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র‍্যাক থেকে একক গান
  1. "অনেক কথার ভিড়ে"
    মুক্তির তারিখ: ২৩ মার্চ ২০১৭
  2. "না জানি কোন অপরাধে"
    মুক্তির তারিখ: ২৬ মার্চ ২০১৭
  3. "আমি তোকে চাই"
    মুক্তির তারিখ: ২৮ মার্চ ২০১৭
  4. "তোর প্রেমেতে অন্ধ হলাম"
    মুক্তির তারিখ: ৩০ মার্চ ২০১৭

সত্তা চলচ্চিত্রের সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। চলচ্চিত্রটিতে দুইটি আইটেম গান সহ সর্বমোট সাতটি গান ব্যবহার করা হয়েছে।[২৫] ২০১৭ সালের ২৩ মার্চ কিনেটিক নেটওয়ার্কের ব্যানারে ডেকো'র ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটির প্রচারণামূলক প্রথম গান "অনেক কথার ভিড়ে"। এরপর ২৬ মার্চ "না জানি কোন অপরাধে" শিরোনামে এটির দ্বিতীয় গান মুক্তি পায়, যাতে কন্ঠ দেন মমতাজ বেগম, এবং এ গানের জন্য শ্রেষ্ঠ নারী সঙ্গীতশিল্পী বিভাগে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম পুরস্কারবাচসাস পুরস্কার অর্জন করেন তিনি। ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে "আমি তোকে চাই" শিরোনামের চলচ্চিত্রের তৃতীয় গান ইউটিউবে মুক্তি পায়, তাতে কন্ঠ দেন সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদার। এরপর ৩০ মার্চ ইউটিউবে মুক্তি পায় চলচ্চিত্রের চতুর্থ গান "তোর প্রেমেতে অন্ধ হলাম", এতে এককভাবে কন্ঠ দেন জেমস এবং এর গীত রচনা করেন সোহানী হোসেন।[২৬][২৭] গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসাবে ২০১৮ সালের গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেন সোহানী হোসেন[২৮][২৯] এবং শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীতশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম পুরস্কারবাচসাস পুরস্কার অর্জন করেন জেমস[৩০] এছাড়া "তোর প্রেমেতে অন্ধ হলাম" গানটি এবিসি রেডিও কর্তৃক ২০১৭ সালে প্রচারিত সেরা ৫০ গানের তালিকার ১ম স্থান দখল করে নেয়,[৩১] এবং দ্য ডেইলি স্টার কর্তৃক প্রকাশিত "২০১৭ সালে ইউটিউবে শ্রোতাপ্রিয় শীর্ষ ১০ বাংলা গান" তালিকার তিন নম্বর স্থান পায়।[৩২]

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারসংগীতশিল্পীদৈর্ঘ্য
১."তোর প্রেমেতে অন্ধ হলাম"সোহানী হোসেনবাপ্পা মজুমদারজেমস৫:১২
২."না জানি কোন অপরাধে"সেজুল হোসেনবাপ্পা মজুমদারমমতাজ৩:৪০
৩."অনেক কথার ভিড়ে"শেখ রানাবাপ্পা মজুমদারকনাবাপ্পা মজুমদার৪:২৩
৪."তবু আবার ঘর বাঁধিলাম"মনজুর এহসান চৌধুরীবাপ্পা মজুমদারসুমি শবনম৪:৩২
৫."আমি তোকে চাই"হাসিবুর রেজা কল্লোলবাপ্পা মজুমদারসামিনা চৌধুরীবাপ্পা মজুমদার৪:২৬
৬."গুলিস্তানের মোড়" (আইটেম গান ১)শাহান কাবন্ধবাপ্পা মজুমদারমিলা ইসলাম৩:২১
৭."রাজা বদল" (আইটেম গান ২)আহসান কবিরবাপ্পা মজুমদারপান্থ কানাই ও বাঁধন সরকার পূজা২:৪৮
মোট দৈর্ঘ্য:২৭:০২ মিনিট

প্রচারণা সম্পাদনা

২০১৬ সালের ১৪ এপ্রিল সত্তা চলচ্চিত্রের প্রথম দর্শন সংবলিত টিজার ইউটিউবে প্রকাশ করা হয়।[৩৩]

২০১৭ সালের ১২ জানুয়ারি ছাড়পত্রের জন্য সত্তা চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এরপর ৩১ জানুয়ারি চলচ্চিত্রটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেয় সেন্সর কর্তৃপক্ষ।[৩৪][৩৫][৩৬]

২০১৭ সালের ৫ মার্চ নিজের ফেইসবুক একাউন্টে চলচ্চিত্রটির আঁকা পোস্টার প্রকাশ করেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল, যার নকশা ও অঙ্কন করেন কলকাতার অসিম চন্দ্র রায়।[৩৭][৩৮] এরপর ১৬ মার্চ খান ফিল্মসের ইউটিউব চ্যানেলে সত্তা চলচ্চিত্রের অফিসিয়াল ট্রেইলার মুক্তি পায়।[৩৯][৪০][৪১][৪২]

২০১৭ সালের ৬ মার্চ চলচ্চিত্রের প্রযোজক ও গল্পকার সোহানী হোসেনের নিজের প্রেক্ষাগৃহ পাবনার রূপকথা সিনেমা হলে সত্তা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল।[৪৩] ২০১৭ সালের ৪ঠা এপ্রিল প্রচারণা অংশ হিসেবে ঢাকার স্টার সিনেপ্লেক্সে সত্তা চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী করা হয়।[৪৪][৪৫]

মুক্তি সম্পাদনা

সত্তা চলচ্চিত্রটি ২০১৭ সালের ৭ এপ্রিল বাংলাদেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৫][৪৬]

চলচ্চিত্রটি ২০১৮ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০১৮ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রদর্শিত হয়।[৪৭][৪৮] এছাড়া চলচ্চিত্রটি গ্লোবাল চলচ্চিত্র উৎসবে ২০১৯ সালের ২২ আগস্ট প্রদর্শিত হয়।[৪৯][৫০]

মূল্যায়ন সম্পাদনা

সমালোচনামূলক প্রতিক্রিয়া সম্পাদনা

রাইজিংবিডি.কমে রুহুল আমিন চলচ্চিত্রটিকে বাংলা চলচ্চিত্রের নতুনের শুরু বলে উল্লেখ করেছেন। তিনি লিখেন যে, এ চলচ্চিত্রে তার "বেশ কিছু গোজামিল চোখে পড়ে", যেমন - গ্রাম্য মেয়ের "চটপটে ঢাকায়া ভাষায় কথা", এবং সবকিছুতে তাড়াহুড়া ছিল। তবে তিনি প্রধান দুটি চরিত্রের অভিনয়ের প্রশংসা করেছেন।[৫১]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

পুরস্কার প্রদানের তারিখ বিভাগ মনোনীত ফলাফল সূত্র
মেরিল-প্রথম আলো পুরস্কার ৩০ মার্চ ২০১৮ শ্রেষ্ঠ গায়ক জেমস (গান: "তোর প্রেমেতে অন্ধ হলাম") বিজয়ী [৩০]
[৫২]
শ্রেষ্ঠ গায়িকা মমতাজ বেগম (গান: "না জানি কোন অপরাধে")
গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ১৬ নভেম্বর ২০১৮ শ্রেষ্ঠ গীতিকার সোহানী হোসেন (গান: "তোর প্রেমেতে অন্ধ হলাম") বিজয়ী [২৮]
[২৯]
সিনেমা আজতক ফিল্ম এচিভার অ্যাওয়ার্ড ১৯ নভেম্বর ২০১৮ সেরা চলচ্চিত্র (বাংলাদেশ) সত্তা বিজয়ী [৫৩]
[৫৪]
বাচসাস পুরস্কার ৫ এপ্রিল ২০১৯ শ্রেষ্ঠ পরিচালক হাসিবুর রেজা কল্লোল বিজয়ী [৫৫]
[৫৬]
[৫৭]
শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী নাসরিন
শ্রেষ্ঠ সংগীত পরিচালক বাপ্পা মজুমদার
শ্রেষ্ঠ সংগীতশিল্পী (পুরুষ) জেমস (গান: "তোর প্রেমেতে অন্ধ হলাম")
শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী) মমতাজ বেগম (গান: "না জানি কোন অপরাধে")
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৮ ডিসেম্বর ২০১৯ শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান বিজয়ী [৫৮]
[৫৯]
শ্রেষ্ঠ সুরকার বাপ্পা মজুমদার (গান: "না জানি কোন অপরাধে")
শ্রেষ্ঠ গীতিকার সেজুল হোসেন (গান: "না জানি কোন অপরাধে")
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী জেমস (গান: "তোর প্রেমেতে অন্ধ হলাম")
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী মমতাজ বেগম (গান: "না জানি কোন অপরাধে")

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'সত্তা' আসছে ৭ এপ্রিলে"প্রথম আলো। ৩ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  2. "'সত্তা'র শূটিংয়ে ঢাকায় পাওলি দাম"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  3. রায়, অঞ্জন (৩ জুলাই ২০১৭)। "প্রথম ছবিতেই বাজিমাত শাকিব-পাওলির 'সত্তা'র"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  4. "ঈদের আগে শেষ হচ্ছে শাকিব-পাওলির 'সত্তা'"মানবজমিন। ২৬ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৪ 
  5. "যেসব হলে চলছে শাকিব-পাওলির সত্তা"আরটিভি অনলাইন। ৭ এপ্রিল ২০১৭। ৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ 
  6. "বাচসাস : সুবর্ণজয়ন্তী উৎসবে ৫ বছরের চলচ্চিত্র পুরস্কার প্রদান"দৈনিক ভোরের কাগজ। ৫ এপ্রিল ২০১৯। ৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৯ 
  7. "শিল্পীদের পাঁচ বছরের পাওনা মেটাল বাচসাস"দৈনিক প্রথম আলো। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 
  8. "বাচসাস সুবর্ণ জয়ন্তী উৎসব ও চলচ্চিত্র পুরস্কার প্রদান"দৈনিক জনকন্ঠ। ৬ এপ্রিল ২০১৯। ৩০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 
  9. "'সত্তা': শাকিব খানও বাঁচাতে পারলেন না যে সিনেমা!"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৯-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  10. "আইটেম গানে বিথী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭ 
  11. "এ কোন শাকিব? (ভিডিও)"বাংলানিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  12. "অবশেষে শেষ হলো 'সত্তা' চলচ্চিত্র | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। ২১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  13. "'সত্তা'য় আহমেদ রুবেল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭ 
  14. "'সত্তা' থেকে বাদ পড়লেন আহমেদ রুবেল!"প্রথম আলো। ২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ 
  15. "বন্যা মির্জার 'সত্তা'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭ 
  16. "'সত্তা'য় নেই বন্যা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭ 
  17. "শাকিব-পাওলির যাত্রা হলো শুরু"প্রথম আলো। ১৬ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ 
  18. "পুবাইলে পাওলি দাম"প্রথম আলো। ২০ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ 
  19. "'সত্তা' নিয়ে চিন্তিত পাওলি দাম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৯ 
  20. "আবেদনময়ী পাওলি, সম্মোহিত শাকিব | কালের কণ্ঠ"দৈনিক কালেরকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৯ 
  21. "'সত্তা'র শুটিংয়ে শহীদ মিনারে পাওলি দাম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৯ 
  22. "সত্তার শুটিং শেষ, ফুরফুরে পাওলি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৯ 
  23. সংবাদদাতা, নিজস্ব (১ ফেব্রুয়ারি ২০১৭)। "ছাড়পত্র পেল পাওলি-শাকিবের 'সত্ত্বা'"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯ 
  24. "ছাড়পত্র পেল শাকিব-পাওলির 'সত্তা'"প্রথম আলো। ৩১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  25. "'সত্তা' ছবিতে দুটি আইটেম গান"চ্যানেল আই অনলাইন। ৪ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯ 
  26. "জেমসের গানে শাকিব, ইউটিউবে ১ কোটি শ্রোতা!"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭ 
  27. "এবার জেমসের গান আর শাকিব খান"চ্যানেল আই অনলাইন। ৩১ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  28. "'সত্তা' ছবির গানের জন্য সম্মাননা পেলেন সোহানী হোসেন"দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯ 
  29. "সত্তা'র গানে 'সেরা গীতিকার' সোহানী"চ্যানেল আই অনলাইন। ১৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  30. "জেমসের কণ্ঠের গান দুবাইয়েও সেরা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭ 
  31. "জনপ্রিয়তার কথা ভেবে গান করি না"প্রথম আলো। ১০ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  32. "ইউটিউবে শ্রোতাপ্রিয় শীর্ষ ১০ বাংলা গান"দ্য ডেইলি স্টার। ৩১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  33. "বৈশাখে শাকিব-পাওলির ১০০ সেকেন্ড"প্রথম আলো। ১৬ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ 
  34. "সেন্সর ছাড়পত্র পেল 'সত্তা'"দৈনিক সমকাল। ২০১৯-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  35. "ছাড়পত্র পেল শাকিব-পাওলির 'সত্তা'"প্রথম আলো। ৩১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  36. "ছাড়পত্র পেল শাকিব-পাওলির 'সত্তা'"NTV Online। ২০১৯-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  37. "'সত্তা'র পোস্টার এল"প্রথম আলো। ৭ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ 
  38. "এসেছে 'সত্তা'র পোস্টার"চ্যানেল আই অনলাইন। ৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯ 
  39. "ট্রেলারে সত্তা'র বাজিমাত: নতুন গল্পের অপেক্ষা"দৈনিক ইত্তেফাক। ২০১৯-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৯ 
  40. "সত্তা'র ট্রেলারে শাকিব-পাওলির বিরহ"চ্যানেল আই অনলাইন। ২৯ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  41. "'পতিতা হই আর যাই হই, মানুষ তো?'"বিডিনিউজ টোয়েন্টিফোর। ২০১৯-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৯ 
  42. "ট্রেলারে ইঙ্গিত, বৈশাখী ধামাকা হয়ে আসছে শাকিব-পাওলির 'সত্তা'"দৈনিক কালের কন্ঠআর্কাইভের-ইউআরএল=। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৯ 
  43. "পাবনায় 'সত্তা'র বিশেষ প্রদর্শনী"প্রথম আলো। ৭ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯ 
  44. "হয়ে গেল 'সত্তা'র উদ্বোধনী প্রদর্শনী"প্রথম আলো। ৫ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ 
  45. "'সত্তা'র প্রিমিয়ারে সশরীরে নয়, পাওলি থাকছেন ফেসবুকে"প্রথম আলো। ৪ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ 
  46. "'সত্তা' ৪৮টি ও 'হরিপদ ব্যান্ডওয়ালা' ৭৯টি প্রেক্ষাগৃহে"চ্যানেল আই অনলাইন। ৭ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  47. "ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাকিবের 'সত্তা'"চ্যানেল আই অনলাইন। ১৩ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  48. "যে কারণে 'বাংলাদেশ প্যানারোমা'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭ 
  49. "প্রদর্শিত হবে বাংলাদেশের ৩ সিনেমা | বিনোদন"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  50. "ভারতের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের তিনটি ছবি"আরটিভি অনলাইন। ১৯ আগস্ট ২০১৯। ৩০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  51. আমিন, রুহুল (৭ মে ২০১৭)। "সত্তা : বাংলা সিনেমার নতুনের শুরু"রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  52. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  53. "ভারতে পুরস্কৃত চলচ্চিত্র সত্তা ও পরিচালক কল্লোল"দৈনিক কালের কণ্ঠ। ২০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  54. "'সিনেমা আজতক ফিল্ম এ্যাচিভার এ্যাওয়ার্ড ২০১৮' এর সেরা চলচ্চিত্র সত্তা"বাংলাদেশ টুডে। ২০ নভেম্বর ২০১৮। ২০২১-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  55. "বর্ণাঢ্য আয়োজনে বাচসাস সুবর্ণজয়ন্তী উৎসব ও চলচ্চিত্র পুরস্কার"দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  56. "বাচসাসের সুবর্ণজয়ন্তীতে নানা আয়োজন"দৈনিক যুগান্তর। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  57. "সুবর্ণজয়ন্তীতে ২০১৪ থেকে ২০১৮ বাচসাস পুরস্কার বিজয়ীরা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  58. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  59. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা নায়ক শাকিব খান ও শুভ"দৈনিক যুগান্তর। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা