ষাটগুম্বজ ইউনিয়ন

বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন

ষাটগুম্বজ ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[১] এটি ৯১.৭১ কিমি২ (৩৫.৪১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৫,০৭৭ জন।[২]

কাড়াপাড়া
ইউনিয়ন
৭নং ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাবাগেরহাট সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৯৬১
আয়তন
 • মোট৯১.৭১ বর্গকিমি (৩৫.৪১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৫,০৭৭
 • জনঘনত্ব১৬০/বর্গকিমি (৪৩০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বেঃ বাগেরহাট পৌরসভা,পশ্চিমে- খানপুর ও রাখালগাছি ইউনিয়ন, উত্তরে- কাড়াপাড়া ইউনিয়ন, বেমরতা ইউনিয়ন এবং দক্ষিণে - ডেমা ইউনিয়ন অবস্থিত। ষাটগুম্বজ ইউনিয়ন ২৩টি মৌজা ও ১৮টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে।

ইতিহাস সম্পাদনা

ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার অন্তর্গত পীর আজম খাজা খানজাহান আলী (রাঃ) স্মৃতি বিজড়িত মাজার এর পাদদেশে প্রাকৃতিক সৌন্দয ও সম্পদে পরিপূণ ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদটি অবস্থিত। ইউনিয়নটি কাল পরিক্রমায় শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে।

গ্রামসমূহ সম্পাদনা

ষাটগুম্বজ ইউনিয়নে মোট ১৮টি গ্রাম রয়েছে।

  1. দিঘিরপাড়
  2. পশ্চিম ডাংগা
  3. বারুইডাংগা
  4. রনবিজয়পুর
  5. সুন্দরঘোনা
  6. পূর্ব সায়েড়া
  7. বারাকপুর
  8. চুনাখোলা
  9. কাটাখালী
  10. সুন্দরঘোনা বাজেয়াপ্তি
  11. বাদোখালী
  12. ফুলমগরা
  13. শ্রীঘাট
  14. ফুলবাড়ি
  15. সদুল্যাপুর
  16. রণভূমী
  17. মীরের ডাংগা
  18. পশ্চিম সায়েড়া

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ষাটগুম্বজ ইউনিয়ন"বাগেরহাট সদর উপজেলার ইউনিয়ন। shaitgombojup.bagerhat.gov.bd। ২০২০। 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬