শ্রী রত্নেশ্বর মহাদেব মন্দির

পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত হিন্দু মন্দির

শ্রী রত্নেশ্বর মহাদেব মন্দির পাকিস্তানের অন্যতম ঐতিহাসিক হিন্দু মন্দির। দেড়শত বছরের পুরনো মন্দিরটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচী ক্লিফটন সৈকতের কাছে ক্লিফটন গুহায় অবস্থিত। মন্দিরটি শিবরাত্রি উৎসবের জন্য প্রসিদ্ধ।[১] এই উৎসবের সময় মন্দিরটিতে ২৫,০০০ হিন্দু পূণ্যার্থির সমাগম ঘটে।[২] একই নামে ভারতের বেনারসে একটি হেলানো মন্দির আছে।[৩]

শ্রী রত্নেশ্বর মহাদেব মন্দির
রত্নেশ্বর মহাদেব মন্দির
শ্রী রত্নেশ্বর মহাদেব মন্দিরের প্রবেশপথ
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাকরাচী
ঈশ্বরশিব
উৎসবসমূহশিবরাত্রি
অবস্থান
অবস্থানক্লিফটন গুহা, করাচি
রাজ্যসিন্ধ প্রদেশ
দেশ পাকিস্তান
স্থানাঙ্ক২৪°৪৮′৪৮″ উত্তর ৬৭°০১′৩৯″ পূর্ব / ২৪.৮১৩২২৫১° উত্তর ৬৭.০২৭৪৪৬৪° পূর্ব / 24.8132251; 67.0274464

স্থাপত্য সম্পাদনা

শ্রী রত্নেশ্বর মহাদেব মন্দির একটি ভূগর্ভস্থ মন্দির। মন্দিরটিকে শহরের অন্যতম সুন্দর স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয়। মন্দিরে ছয়টি ভূগর্ভস্থ স্তর রয়েছে। করাচীর জাহাঙ্গীর কোঠারি প্যারেডের কাছে দুটি সিঁড়ি রয়েছে যা দিয়ে এই ভূগর্ভস্থ স্তরের দিকে যাওয়া যায়। চতুর্থ ভূগর্ভস্থ স্তরটি মার্বেল দ্বারা তৈরি একটি উঠোনের তল। পঞ্চম স্তরে একটি সুড়ঙ্গ আছে। ধারণা করা হয়, এই সুড়ঙ্গটি করাচীর মহাত্মা প্যালেসের সাথে যুক্ত আছে। এছাড়াও গুহার অভ্যন্তরে একটি স্বাদু পানির ঝর্ণা আছে।[৪]

ধর্মীয় গুরুত্ব সম্পাদনা

করাচির হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস দেবতা শিব তৃতীয় নেত্র দিয়ে সমুদ্রের উপর নজর রাখেন এবং বন্যা ও সামুদ্রিক দুর্যোগ হতে শহরকে রক্ষা করেন।[৪] হিন্দুদের বিশ্বাস অনুযায়ী দেবতা শিব এই গুহায় বাস করতেন, আরেকটি মত অনুযায়ী গুরু নানক এই গুহায় ধ্যান করতে আসতেন।[৫]

শিবরাত্রি উৎসব সম্পাদনা

শিবরাত্রি রাতে করাচির হিন্দুরা উপবাস পালন করে শ্রী রত্নেশ্বর মহাদেব মন্দিরে যান। পরে, চনেসার গোথ থেকে ভক্তরা পবিত্র গঙ্গার জল নিয়ে মন্দিরে আসেন। এই পবিত্র জলে ভগবান শিব স্নান করানো হয়। ভোর ৫ টা অবধি পূজা অর্চনা চলে। তারপরে ভক্তরা সমুদ্রের কাছে ফুল, ধূপ, ভাত, নারকেল এবং একটি দিয়া সংবলিত পুজোর থালি বহনকারী মহিলাদের সাথে খালি পায়ে হাঁটেন এরপর তারা তাদের উপোস ভাঙ্গেন। পরে তারা মন্দিরে রান্নাঘরে প্রস্তুত খাবার খেয়ে উপভোগ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Shazia Hasan (৭ মার্চ ২০১৬)। "Hindus celebrate Maha Shivratri festival in Karachi"Dawn। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০ 
  2. "150-year-old Hindu temple under threat in Karachi"Indiatoday। ৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০ 
  3. "The Leaning Temple of Varanasi, Sais, 3 April 2016"। ৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০ 
  4. Shazia Hasan (১০ আগস্ট ২০১৪)। "Cracks appear in Clifton temple near traffic project"Dawn। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০ 
  5. Ammara Mohsin (৫ নভেম্বর ২০১৫)। "Mind blowing facts about the Shree Ratneshwar Mahadev Temple"। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০