শ্রী জগন্নাথ পুরী মন্দির (দক্ষিণ আফ্রিকা)

শ্রীজগন্নাথ পুরী মন্দির দক্ষিণ আফ্রিকার কোয়া-জুলু নাটাল প্রদেশের ইনান্ডা স্থিত একটি প্রাদেশিক ঐতিহ্যস্থল। ১৯৭৯ সালের দক্ষিণ আফ্রিকার সরকারি গেজেট অনুসারে জানা যায়,

২৩ মিটার দীর্ঘ শিখর, অষ্টভূজ কৌণিক দরজাশীর্ষবিশিষ্ট এবং গম্বুজযুক্ত... এই নয়নাভিরাম মন্দিরটি নির্মাণ করেছিলেন পণ্ডিত শীষকিশন মহারাজ। ইনি একজন হিন্দু পুরোহিত ছিলেন এবং ১৮৯৫ সালে দক্ষিণ আফ্রিকায় চলে আসেন। যুদ্ধপ্রিয় দেবতা জগন্নাথীর (জগন্নাথ) সম্মানে এই মন্দিরের চতুর্পাশ্বে পরিখা খোঁড়া হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা


টেমপ্লেট:দক্ষিণ আফ্রিকায় হিন্দু মন্দির