শ্রীবিদ্যা (অর্থাৎ, আধ্যাত্মিক বিদ্যা[১]) হল একটি হিন্দু তান্ত্রিক মত, যে মতে মহাশক্তিকে ললিতা ত্রিপুরাসুন্দরী, ভুবনেশ্বরী ইত্যাদি রূপে পূজা করা হয়। এই রূপটির এক হাজার নাম পাওয়া যায় ললিতা সহস্রনাম স্তোত্রে। এই স্তোত্রটি শ্রীবিদ্যা ধারণার অন্তর্গত।[২] এই মহান সাধনা জাগতিক সমৃদ্ধি ও আত্ম-অনুসন্ধান উভয়ের উপরই জোর দিয়ে থাকে। শ্রীবিদ্যার সাহিত্য বেশ সমৃদ্ধ।[৩] ঋকবেদে শ্রীসূক্তে শ্রীদেবী বা মহালক্ষী যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বরীর উপাসনা করা হয় যা বৈদিক শ্রীবিদ‍্যাসাধনা।[৪] এই সাধনায় বামাচারী ও দক্ষিণাচারী শাখা দেখা যায়। এইসাধনা বাস্তবে গুরুমুখী।

শ্রীযন্ত্র (এখানে ত্রিমাত্রিক শ্রীমেরুচক্র বা মহামেরু আকৃতিবিশিষ্ট, যা মূলত শ্রীবিদ্যা শাক্ত সম্প্রদায়ের অনুষ্ঠানে ব্যবহৃত হয়) হল শাক্ত তান্ত্রিক রূপগুলির অন্যতম।

শ্রীবিদ্যা দর্শন অনুসারে, দেবী হলেন সর্বোচ্চ উপাস্য।[৫] তাকে শ্রীযন্ত্র বা শ্রীচক্র নামে একটি ছবিতে পূজা করা হয়।[৬] শ্রীযন্ত্রের ত্রিমাত্রিক রূপটি হল মেরুচক্র। এটি পাথর, স্ফটিক বা ধাতুতে নির্মিত হয়। কোনো কোনো ক্ষেত্রে সোনায় মোড়া অষ্টধাতুর শ্রীযন্ত্রও পূজা করা হয়। শ্রীযন্ত্রের উল্লেখ বেদে আছে।[৭]

শ্রীবিদ্যা সাধনায় মন্ত্র গুরু, দেবতা ও শিষ্যকে এক করে। এই সাধনায় প্রথমে বাল-ত্রিপুরাসুন্দরী মন্ত্রে দীক্ষা দেওয়া হয়। এই মতে দেবী একটি শিশুকন্যা। এরপর পঞ্চদশাক্ষরী এবং শেষে ষোড়শী মন্ত্রে দীক্ষা হয় ও বৈদিকমতে শ্রীদেবীর দীক্ষা দেওয়া হয়।

পাদটীকা সম্পাদনা

  1. Apte 1965, পৃ. 857.
  2. For influence on the Lalitā Sahasranāma and a brief summary of some Śrī Vidyā practices see: Sastry 1986, পৃ. vii-ix.
  3. Bhattacharyya 1999, পৃ. 329.
  4. Flood 1996, পৃ. 188.
  5. For goddess as supreme and beyond the manifest cosmos, see: Flood 1996, পৃ. 188.
  6. Flood 1996, পৃ. 187–188.
  7. http://ikashmir.net/subhashkak/docs/SriChakra.pdf Subhash Kak, The Great Goddess Lalitā and the Śrī Cakra. Brahmavidyā: The Adyar Library Bulletin, vol. 72-73, pp. 155-172, 2008-2009

তথ্যসূত্র সম্পাদনা

  • Apte, Vaman Shivram (১৯৬৫), The Practical Sanskrit Dictionary (Fourth revised and enlarged সংস্করণ), Delhi: Motilal Banarsidass Publishers, আইএসবিএন 81-208-0567-4 
  • Bhattacharyya, N. N. (১৯৯৯), History of the Tantric Religion (Second revised সংস্করণ), New Delhi: Manohar, আইএসবিএন 81-7304-025-7 
  • Dempsey, Corinne G. (২০০৬), The Goddess Lives in Upstate New York: Breaking Convention and Making Home at a North American Hindu Temple (first সংস্করণ), New York: Oxford University Press, আইএসবিএন 978-0-19-518729-8 
  • Dev, K. V. (editor) (১৯৯৬), The Thousand Names of the Divine Mother, San Ramon, California: Mata Amritanandamayi Center, আইএসবিএন 1-879410-67-2 
  • Flood, Gavin (১৯৯৬), An Introduction to Hinduism, Cambridge: Cambridge University Press, আইএসবিএন 0-521-43878-0 
  • Joshi, L. M. (১৯৯৮), Lalitā Sahasranāma, New Delhi: D. K. Printworld (P) Ltd., আইএসবিএন 81-246-0073-2 
  • Sastry, R. Ananthakrishna (১৯৮৬), Lalitāsahasranāma, Delhi: Gian Publishing House 
  • Tapasyananda, Swami (১৯৯০), Śrī Lalitā Sahasranāma, Mylapore, Chennai: Sri Ramakrishna Math, আইএসবিএন 81-7120-104-0 
  • Melanathuru, Venkata Subrahmanyam, Śhrī Vidya Upasana, Nellore, Andhra Pradesh - 9849120534 
  • SHARMA, RALLABANDI VISHWANATHA, shri vidya upasana, secunderabad,ANDHRA PRADESH - 09849354341