শেস-রাব-র্গ্যাল-ম্ত্শান

শেস-রাব-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: shes rab rgyal mtshan) (১৪৩৬ - ১৪৯৪) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের বাইশতম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন ছিলেন।

শেস-রাব-র্গ্যাল-ম্ত্শান

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের পিতার নাম ছিল 'জাম-দ্ব্যাংস-নাম-ম্খা'-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'jam dbyangs nam mkha' rgyal mtshan) এবং মাতার নাম ছিল মা-গ্চিগ-দ্পাল-'ব্যুং-র্গ্যাল-মো (ওয়াইলি: ma gcig dpal 'byung rgyal mo)। তিনি নামক 'জাম-দ্ব্যাংস-দ্কোন-ম্ছোগ-ব্জাং-পো নামক জো-নাং বৌদ্ধবিহারের চতুর্দশ প্রধানের নিকট শিক্ষালাভ করেন। সাতাশ বছর বয়সে তিনি খাম্স অঞ্চল যাত্রা করার সময় পথ হারিয়ে মঙ্গোলিয়া চলে যান ও সেখানে দোন-গ্রুব-গ্লিং (ওয়াইলি: don grub gling) নামক বৌদ্ধবিহার স্থাপন করেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন 'জাম-পা'ই-র্দো-র্জে[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gardner, Alexander (2011-08)। "Dakchen Sherab Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-05  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
পূর্বসূরী
কুন-দ্গা'-দ্বাং-ফ্যুগ
শেস-রাব-র্গ্যাল-ম্ত্শান
কুড়িতম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন
উত্তরসূরী
ব্দাগ-ছেন-ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান