শেরউড বন ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারে অবস্থিত একটি রাজকীয় বনভূমি, যা ঐতিহাসিকভাবে কিংবদন্তির চরিত্র রবিন হুডের সাথে সম্পর্কিত হওয়ায় সাধারণ্যে বিশেষভাবে পরিচিত।

শেরউড বন
শেরউড বনের বার্চ গাছ
মানচিত্র
মানচিত্র শেরউড বনের অবস্থান দেখাচ্ছে
মানচিত্র শেরউড বনের অবস্থান দেখাচ্ছে
অবস্থাননটিংহ্যামশায়ার, ইংল্যান্ড
স্থানাঙ্ক৫৩°১২′১৬.০৯″ উত্তর ১°৪′২১.৯৪″ পশ্চিম / ৫৩.২০৪৪৬৯৪° উত্তর ১.০৭২৭৬১১° পশ্চিম / 53.2044694; -1.0727611

এই অঞ্চলটি শেষ বরফযুগের সমাপ্তির পর হতে বৃক্ষাচ্ছাদিত হয়ে আছে। বর্তমানে, জাতীয় প্রকৃতি সংরক্ষণের আওতাভূক্ত শেরউড বনটি ৪২৩.২ হেক্টর (১,০৪৬ একর) এলাকা জুড়ে বিস্তৃত,[১] যা থোরসবি হলের অবস্থানকারী অ্যাডউইনস্টোয়ে গ্রামকে ঘিরে রেখেছে। এটি একটি পুরাতন, অনেক বড়, রাজকীয় শিকারের বনের অবশিষ্টাংশ, যার নামকরণ নটিংসহায়ারের শায়ার (বা শের) কাঠের নাম থেকে এসেছে এবং যেটি কয়েকটি প্রতিবেশী কাউন্টি (শায়ার) পর্যন্ত এরূপে বিস্তৃত ছিল যার সীমানা পশ্চিমে ইরোয়াশ নদী এবং পূর্বে ডার্বিশায়ারের বনের মধ্যবর্তী এলাকা নিয়ে গঠিত হয়েছিলো। ১০৮৬ সালে যখন ডোমসডে পুস্তকটি সংকলিত হয় তখন এই বনটি নটিংহ্যামশায়ারের প্রায় এক চতুর্থাংশ (আনুমানিক ১৯,০০০ একর বা ৭,৮০০ হেক্টর) এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং বনজ আইনের অধীনে ছিল।

বনটির নাম শেরউড দেয়া হয়েছে এর সংসদীয় আসনের নামানুসারে।

পর্যটন সম্পাদনা

 
দর্শনার্থী কেন্দ্র।

প্রতিবছর শেরউড বনে ৩,৫০,০০০ পর্যটকের আগমন ঘটে যাদের অধিকাংশই বিশ্বের বিভিন্ন অংশ হতে আগত।[২] প্রতি আগস্টে এখানে এক সপ্তাহ ব্যাপি রবিন হুড উত্‌সবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি মধ্যযুগের কিংবদন্তীর চরিত্র রবিন হুডকে কেন্দ্র করে পালিত হয়।

মেজর ওক গাছ সম্পাদনা

শেরউড বনটিতেই বিখ্যাত মেজর ওক গাছটির অবস্থান, স্থানীয় লোককাহিনী অনুসারে যেটি ছিলো রবিন হুডের প্রধান আস্তানা। এই ওক গাছটি ৮০০ থেকে ১,০০০ বছরের পুরানো এবং ভিক্টোরিয়ার যুগ থেকে প্রক্ষিপ্ত এর বিশাল শাখাগুলি বিভিন্ন দিকে আংশিকভাবে বিস্তৃত হয়ে উঁচু মাচানের মতো দৃশ্যের অবতারণা করেছে। বিশ্বের বড় বড় শহরে এর চারা রোপণের জন্য প্রেরণ করার উদ্দেশ্যে ১৯৯৮ সালে একটি স্থানীয় সংস্থা মেজর ওক গাছ থেকে কিছু অংশ কেটে এই বিখ্যাত গাছের ক্লোন চাষ শুরু করে।

২০০৫ সালে বিবিসির টিভি প্রোগ্রাম সেভেন ন্যাচারাল ওয়ান্ডার্সে মেজর ওক গাছটিকে মধ্যাঞ্চলের অন্যতম প্রাকৃতিক বিস্ময় হিসাবে দেখানো হয়েছিল।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sherwood Forest NNR"। Natural England। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২১ 
  2. "New £5m Sherwood Forest centre opens"। ২৭ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২১ 

অধিক পঠন সম্পাদনা

  • Bankes, Richard. Sherwood Forest in 1609: A Crown Survey (Thoroton Society record series).
  • Conduit, Brian. Exploring Sherwood Forest.
  • Fletcher, John. Ornament of Sherwood Forest From Ducal Estate to Public Park.
  • Gray, Adrian. Sherwood Forest and the Dukeries (Phillimore) 2008.
  • Sherwood Forest and the East Midlands Walks (Jarrold Pathfinder Guides).
  • Innes-Smith, Robert. The Dukeries & Sherwood Forest.
  • Ottewell, David. Sherwood Forest in Old Photographs (Britain in Old Photographs).

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:রবিন হুড