শিল্পকলা পদক বাংলাদেশের শিল্পীদের সম্মাননা পুরস্কার হিসেবে প্রবর্তন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে এই পুরস্কারটি দেওয়া হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত জাতীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা।[১] এই পুরস্কার বছরে একবার প্রদান করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় থিয়েটার হল মিলনায়তনে রাষ্ট্রপতি এই পদক প্রদান করেন। এর সাথে পুরস্কার হিসেবে থাকে ৳১০০০০০, একটি সার্টিফিকেট ও একটি উত্তরীয়।

শিল্পকলা পদক
পৃষ্ঠপোষকশিল্পকলা একাডেমী 
অবস্থানঢাকা, বাংলাদেশ
দেশবাংলাদেশ 
পুরস্কারদাতাসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 
প্রথম পুরস্কৃত২০১৩
ওয়েবসাইটshilpakalaacademy.gov.bd

ইতিহাস সম্পাদনা

এটি বাংলাদেশের একটি জাতীয় কার্যক্রম। দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজন এবং তাদের কর্মকে চিহ্নিত করে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পকলা পদক প্রদান নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়ে থাকে। ২০১৩ সালে সর্বপ্রথম এই পদক প্রদান করা শুরু হয়।

পদক প্রদানের বিষয় সম্পাদনা

১২ টি ক্ষেত্রে শিল্পীদের অবদানের জন্য তাদের পুরস্কৃত করা হয়। এগুলো হলো কন্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র, সৃজনশীল সংগঠক, সংস্কৃতি গবেষক ও লোকসংস্কৃতি। তবে প্রতিবছর এর মধ্য থেকে সাতটি বিষয়ে এ পদক প্রদান করা হয়ে থাকে। প্রতিবছর কমিটি বিষয়সমূহ নির্বাচন করে থাকে।[২]

পদক সম্পাদনা

শিল্পকলা পদক প্রাপ্ত হিসেবে নির্বাচিতদের একটি স্বর্নপদক, এক লক্ষ টাকা সম্মানী এবং একটি সনদ প্রদান করা হয়ে থাকে।

পদক প্রদানের পদ্ধতি সম্পাদনা

প্রতিবছর শিল্পকলা একাডেমির মহাপরিচালক, একাডেমির সচিব, একাডেমির ৬ জন পরিচালক,৭ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের ১ জন প্রতিনিধি সমন্বয়ে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি পদক প্রদানের ক্ষেত্র এবং পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন।[২]

বিজয়ী সম্পাদনা

সাল বিজয়ী ক্ষেত্র সূত্র 
২০১৩ আমানুল হক  নৃত্যকলা [৩]
উস্তাদ মতিউল হক খান  যন্ত্রসংগীত
সাইদুর রহমান বয়াতি  লোক সঙ্গীত
সমরজিৎ রায় চৌধুরী চারুকলা
ফাহমিদা খাতুন  কণ্ঠসংগীত
মানজারে হাসিন মুরাদ  চলচ্চিত্র
খালেদ খান  নাট্যকলা
২০১৪ বজলুর রহমান বাদল  নৃত্য [৪]
অমরেশ রায় চৌধুরী   কণ্ঠ সঙ্গীত
পণ্ডিত মদন গোপাল দাস  যন্ত্র সঙ্গীত
সৈয়দ আব্দুল্লাহ খালিদ  চারু-কারু কলা
আশরাফুল আলম  আবৃতি 
লাকি আনাম  নাটক 
শহীদুল আলম  আলোকচিত্র
২০১৫ সালেহা চৌধুরী  নৃত্য [৫]
নাদিরা বেগম  ঐতিহ্যবাহী সঙ্গীত
কাজি বোরহান উদ্দীন  নাটক
সুজেয় শ্যাম  যন্ত্র সঙ্গীত
মিহির কুমার নন্দী  কণ্ঠ সঙ্গীত
নিখিল সেন  আবৃতি
সৈয়দ আবুল বারেক আল্ভি  চারু-কারু কলা
২০১৬[৬] পবিত্র মোহন দে  যন্ত্র সঙ্গীত [৭]
মোঃ গোলাম মোস্তফা খান  নৃত্য
গোলাম মুস্তফা  আলোকচিত্র
কালিদাস কর্মকার  চারু-কারু কলা
সিরাজউদ্দীন খান পাঠান  লোক সংস্কৃতি
সোইদ জামিল আহমেদ  নাটক
মিতা হক  কণ্ঠ সঙ্গীত
২০১৭ মোহাম্মদ আলাউদ্দিন মিয়া যন্ত্রসঙ্গীত [৮]
শর্মিলা বন্দ্যোপাধ্যায় নৃত্যকলা
নাসির আলী মামুন আলোকচিত্র
চন্দ্র শেখর দে চারুকলা
কাঙ্গালিনী সুফিয়া লোকসংস্কৃতি
এস এম মহসীন নাট্যকলা
মিহির পাল কণ্ঠসংগীত
২০১৮ সুনীল চন্দ্র দাস যন্ত্রসঙ্গীত [৯]
শুক্লা সরকার নৃত্যকলা
জয়ন্ত চট্টোপাধ্যায় আবৃত্তি
অলকেশ ঘোষ চারুকলা
মিনা বড়ুয়া লোক সংস্কৃতি
এম হামিদ নাট্যকলা
গৌর গোপাল হালদার কণ্ঠসঙ্গীত
২০১৯ মনিরুজ্জামান যন্ত্রসঙ্গীত [১০]
লুবনা মরিয়ম নৃত্যকলা
হাসান আরিফ আবৃত্তি
আবদুল মান্নান চারুকলা
শম্ভু আচার্য লোক সংস্কৃতি
মাসুদ আলি খান নাট্যকলা
হাসিনা মমতাজ কণ্ঠসঙ্গীত
অনুপম হায়াত চলচ্চিত্র
এম. এ তাহের ফটোগ্রাফি
ছায়ানট সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন
২০২০ সামসুর রহমান যন্ত্রসঙ্গীত [১০]
শিবলী মোহাম্মদ নৃত্যকলা
ডালিয়া আহমেদ আবৃত্তি
শহিদ কবীর চারুকলা
শাহ আলম সরকার লোক সংস্কৃতি
মলয় ভৌমিক নাট্যকলা
মাহমুদুর রহমান বেণু কণ্ঠসঙ্গীত
শামীম আখতার চলচ্চিত্র
শফিকুল ইসলাম স্বপন ফটোগ্রাফি
দিনাজপুর নাট্য সমিতি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন
২০২১ মো. নূরুজ্জামান যন্ত্রসঙ্গীত [১১]
শারমীন হোসেন নৃত্যকলা
কাজী মদিনা আবৃত্তি
বীরেন সোম চারুকলা
মো. নহীর উদ্দিন লোক সংস্কৃতি
আবদুস সেলিম নাট্যকলা
সাদি মহম্মদ কণ্ঠসঙ্গীত
ড. মতিন রহমান চলচ্চিত্র
এম এ মজিদ যাত্রাশিল্প
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন
২০২২ ফোয়াদ নাসের যন্ত্রসঙ্গীত [১১]
সাজু আহমেদ নৃত্যকলা
মীর বরকতে রহমান আবৃত্তি
অলক রায় চারুকলা
সুনীল কর্মকার লোক সংস্কৃতি
খায়রুল আলম সবুজ নাট্যকলা
এলেন মল্লিক কণ্ঠসঙ্গীত
রফিকুল ইসলাম আলোকচিত্র
অরুণা বিশ্বাস যাত্রাশিল্প
ড. সফিউদ্দিন আহমদ সৃজনশীল সাংস্কৃতিক গবেষণা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মহন্ত, সমবারু চন্দ্র (২০১২)। "বাংলাদেশ_শিল্পকলা_একাডেমী"। ইসলাম, সিরাজুল; জামাল, আহমেদ এ.। বাংলাপিডিয়া (দ্বিতীয় সংস্করণ)। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি 
  2. "News Details" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪ 
  3. "শিল্পকলা পদক পেলেন সাত গুণীজন"দৈনিক মানবজমিন। ১ জানুয়ারি ২০১৪। ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭ 
  4. "শিল্পকলা পদক ২০১৪ ঘোষণা"দৈনিক কালের কণ্ঠ। ৩০ নভেম্বর ২০১৫। ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭ 
  5. "শিল্পকলা পদক-২০১৫ বিতরণ করলেন রাষ্ট্রপতি"দৈনিক কালের কণ্ঠ। ৫ মে ২০১৬। ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭ 
  6. "'শিল্পকলা পদক' ২০১৬ পাচ্ছেন ৭গুণীজন"‘শিল্পকলা পদক’ ২০১৬ পাচ্ছেন ৭গুণীজন। ২০১৮-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪ 
  7. "'শিল্পকলা পদক ২০১৬' পেলেন ৭ গুণী ব্যক্তিত্ব"দৈনিক ইত্তেফাক। ২২ জুলাই ২০১৭। ১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭ 
  8. "'শিল্পকলা পদক-২০১৭' পেলেন সাতজন | সংস্কৃতি"archive1.ittefaq.com.bd। ২৭ মে ২০১৮। ৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  9. "শিল্পকলা পদক ২০১৮ পেলেন সাত গুণীজন"কালের কণ্ঠ। ১৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  10. "১৮ গুণীজন পাচ্ছেন শিল্পকলা পদক"। ডেইলি স্টার। ১৩ জুন ২০২১। 
  11. "২০২১ ও ২০২২ সালের 'শিল্পকলা পদক' পাচ্ছেন যারা"ডেইলি স্টার। ১৫ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪