শাহ মাদার

সূফী সাধক

কুতুব-ই-জাহান,হযরত সৈয়দ বদিউদ্দিন আহমেদ জিন্দা শাহ মাদার (৮৫৭ - ১৪৩৪)[১] ছিলেন প্রখ্যাত আধ্যাতিক সুফি সাধক যিনি মাদারিয়া তরিকা প্রতিষ্ঠা করেছিলেন।[২] তিনি কুতুব-উল-মাদার নামেও পরিচিত।[৩]

শাহ মাদার
ভারতের কানপুরে শাহ মাদারের রওজা এর প্রবেশদ্বার
অন্য নামজিন্দা মাদার
ব্যক্তিগত তথ্য
জন্ম১৩ ফেব্রুয়ারি ৮৫৭
হলব, শাম (বর্তমান সিরিয়া)
মৃত্যু২৯ ডিসেম্বর ১৪৩৪
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
ধর্মীয় মতবিশ্বাসমাতুরিদি
তরিকামাদারিয়া
অন্য নামজিন্দা মাদার
মুসলিম নেতা
কাজের মেয়াদঅষ্টম শতাব্দীর শেষদিক ও ত্রয়োদশ শতাব্দীর প্রথমদিক
পূর্বসূরীবায়েজিদ বোস্তামি
উত্তরসূরীসদন শাহ সম্রাট এবং চানঁ শাহ
পদসূফীবাদ

প্রারম্ভিক জীবন ও নেপথ্য সম্পাদনা

তার জন্মস্থান আরবজাহানের পার্শবর্তী তৎকালিন শাম রাজ্যের (বর্তমানে সিরিয়া) হলব নামক স্থানে ২৪২ হিজরি সনে শাওয়াল মাসের ১ তারিখে সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম সৈয়দ কুদওয়াতউদ্দীন আলী আল-হাল্বী ও তার মা ছিলেন সৈয়দা ফাতিমা সানিয়া। তার পিতা ইমাম হোসেন এর বংশধর এবং তার মা ইমাম হাসান এর বংশধর, সে হিসেবে তিনি আল-হাসানি-ওয়াল-হোসাইনি।

সুফি দীক্ষা সম্পাদনা

বায়াজীদ তায়ফুর আল-বোস্তামি ছিলেন তার পির বা আধ্যাত্মিক শিক্ষক ।[৪]

ভ্রমণ সম্পাদনা

ধর্ম প্রচার সম্পাদনা

মদিনায় এক তীর্থযাত্রা শেষে তিনি ইসলামী মতবাদ প্রচারের উদ্দেশ্যে ভারত গমন করেন।[১] এখানে তিনি মাদারিয়া তরিকা প্রতিষ্ঠা করেন।[৩]

খেলাফত প্রদান সম্পাদনা

  • তার প্রায় সোয়া লক্ষ খলিফা ছিল

মৃত্যু সম্পাদনা

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুর শহরের কাছে মকানপুরে তার মাজার শরীফ অবস্থিত।[৫]

স্বীকৃতি সম্পাদনা

বিশ্বের বিভিন্ন স্থানে শাহ মাদার এর সম্মানে তার নামে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, সড়ক, গ্রাম, জেলা, অঞ্চলের নাম করন হয়েছে। এর মধ্যে -

বাংলাদেশ - মাদারিপুর জেলা

জামালপুর জেলা, বাংলাদেশ - মাদারগঞ্জ উপজেলা

হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ - দক্ষিণ মাদার্শা ইউনিয়ন, উত্তর মাদার্শা ইউনিয়ন

সাতকানিয়া উপজেলার, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ - মাদার্শা ইউনিয়ন

এসফাহন, ইরান - মাদ্রাসা-য়ে মাদার-ই-শাহ (শাহ মাদার ধর্মতত্বীয় মাহাবিদ্যালয়)[৬]

ঝিলাম জেলা, পাঞ্জাব, পাকিস্তান - মৌজা জিন্দা শাহমাদার, জিন্দা শাহমাদার সড়ক, সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় জিন্দা শাহ মাদার,[৭]

সিরাহা জেলা, সগরমাথা অঞ্চল, নেপাল - মাদার গ্রাম উন্নয়ন সমিতি (নেপাল)[৮]

হাওড়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারত - ঐতিহ্যবাহী মাদার শাহ বাবার মেলা[৯]

মাদার গান[১০] ইত্যাদি।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. জেমস ওয়াইজ (১০ নভেম্বর ২০১৬)। পূর্ববাংলার জাতি, বর্ণ ও বাণিজ্য। টেলর এবং ফ্রান্সিস। পৃষ্ঠা ৭৮। আইএসবিএন 978-1-351-99740-9 
  2. ভান্ডারকার এশিয়ান গবেষণা প্রতিষ্ঠানের কাহিনী। দি ইন্সটিটিউট। ২০০৬। পৃষ্ঠা ২৪১। 
  3. ভট্টাচার্য, আনন্দ (২০০৮)। "মাদারীয়া সূফি তরিকা এবং তাদের বিশদ চরিত্র ও ভারতীয় শক্তির সাথে সম্পর্ক": ৩৮৪–৪০২। জেস্টোর ৪৪১৪৭২০৩ 
  4. মারে থুরস্টন তিতাস (১৯৩০)। ভারতীয় ইসলাম: ভারতের ইসলাম ধর্মের ইতিহাস। এইচ মিলফোর্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ১২৮। 
  5. ভানভরলাল নথুরাম লুনিয়া (১৯৫৫)। ভারতীয় সংস্কৃতির বিবর্তন (আদি থেকে বর্তমান)। এল এন আগারওয়াল। পৃষ্ঠা ৪৩৯। 
  6. "Madraseh-ye Madar-e Shah (Theological College of the Shah's Mother), Isfahan: plan | RIBA"RIBApix। ২০২০-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২১ 
  7. "Programme Monitoring & Implementation Unit"open.punjab.gov.pk। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "Nepal Census Data: Madar"digitalhimalaya.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২১ 
  9. "হাওড়া জেলার ঐতিহ্যবাহী মাদার শাহ বাবার মেলা"HIGHLIGHT NEWS EXPRESS (ইংরেজি ভাষায়)। ২০১৯-০১-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২১ 
  10. "মাদারের গান - অনুপম হীরা মণ্ডল| সাপলুডু"web.archive.org। ২০১৬-০৪-২২। Archived from the original on ২০১৬-০৪-২২। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২১ 

বহিঃসংযোগ সম্পাদনা

  উইকিমিডিয়া কমন্সে শাহ মাদার সম্পর্কিত মিডিয়া দেখুন।