শল্যচিকিৎসার উপকরণ

শল্যচিকিৎসার উপকরণ বা শল্য উপকরণ হল শল্যচিকিৎসায় যে সমস্ত উপকরণ বা যন্ত্র (যেমন-স্কালপেল, কোচের ফরসেপ) [১] সেই গুলিকে শল্য উপকরণ বলে। এই যন্ত্র ছাড়া শল্যচিকিৎসা অসম্ভব। মানুষের দেহের অভ্যান্তরে হৃৎপিণ্ড, যকৃত, বৃক্ক প্রভৃতি অঙ্গের গুরুত্বপূর্ণ শল্য চিকিৎসায় এই উপকরণের মধ্যমে রোগীর শল্য চিকিৎসা করা হয়।

বিভিন্নর রকমের স্কালপেল

তথ্যসূত্র সম্পাদনা

  1. forceps "Kocher's forceps" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) 

শল্য চিকিৎসা