শতক (ভূমি পরিমাপের একক)

বাংলাদেশ ও ভারতে প্রচলিত স্থানীয় ভূমি পরিমাপের একক

শতক হলো বাংলাদেশভারতে প্রচলিত একটি ভূমি পরিমাপের একক। ২০শ শতাব্দীর মাঝামাঝিতে উভয় দেশে এককের মেট্রিকীকরণের ফলে সরকারিভাবে এই পরিমাপ অপ্রচলিত হয়ে যায়। তবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রামীণ অঞ্চলে এককটি এখনও ব্যবহৃত হয়। এছাড়া পূর্ব আফ্রিকাতেও ভূমি পরিমাপের জন্য “ডেসিমাল” নামে অনুরূপ একক প্রচলিত আছে।

১ শতক জমি ৪৩২ বর্গফুট বা ৪০.৫০৫৭ বর্গমিটারের সমান।[১][২][৩] এটি প্রায় ১/১০০ একরের সমান।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

আরও পড়ুন সম্পাদনা