শচীন ভৌমিক ( ১৭ জুলাই ১৯৩০[১]- ১২ এপ্রিল ২০১১[২] ) হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার । গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি বহু সুপারহিট হিন্দি সিনেমার গল্প বা চিত্রনাট্য লিখেছেন । তাঁর কয়েকটি সুপার হিট সিনেমার নাম হল

  • আয়ি মিলন কি বেলা (১৯৬৪)
  • লাভ ইন টোকিও (১৯৬৬)
  • অ্যান ইভনিং ইন প্যারিস (১৯৬৭)
  • আরাধনা (১৯৬৯)
  • কারবাঁ (১৯৭১)
  • দোস্ত (১৯৭৪)
  • গোলমাল (১৯৭৯)
  • দো অর দো পাঁচ (১৯৮০)
  • কর্জ (১৯৮০)
  • সাহেব (১৯৮৫)
  • কর্মা (১৯৮৬)
  • সৌদাগর (১৯৯১)
  • করন অর্জুন (১৯৯৫)
  • দুশমন (১৯৯৮)
  • সোলজার (১৯৯৮)
  • তাল (১৯৯৯)
  • কোই মিল গয়া (২০০৩)
  • কৃষ (২০০৬)
স্ক্রিপ্ট লেখক শচীন ভৌমিক

তথ্যসূত্র সম্পাদনা

  1. Aradhana writer Bhowmick passes away
  2. "চলে গেলেন শচীন ভৌমিক"বিনোদন। প্রথম আলো। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা