লিব্রেবুট (ইংরেজি: Libreboot, পূর্বের গ্নু লিব্রেবুট[৩]) হলো অধিকাংশ কম্পিউটারে ব্যবহৃত মালিকানাধীন বাইওস ফার্মওয়্যারকে ওপেন সোর্স হালকা সিস্টেমের মাধ্যমে প্রতিস্থাপনের উদ্দেশ্যে শুরু করা একটি ওপেন সোর্স প্রকল্প। এটি শুধুনমাত্র আধুনিক ৩২-বিট ও ৬৪-বিট অপারেটিং সিস্টেম লোড হতে যে কার্যগুলো করা লাগে শুধু তাই করে থাকে।

লিব্রেবুট
লিব্রেবুটের মাস্কট
দুটো থিংকপ্যাড এক্স৬০ ল্যাপটপ যেগুলোকে লিব্রেবুটকে ফার্মওয়্যার হিসেবে ব্যবহারের জন্যে মোডিফাই করা হয়েছে
দুটো থিংকপ্যাড এক্স৬০ ল্যাপটপ যেগুলোকে লিব্রেবুটকে ফার্মওয়্যার হিসেবে ব্যবহারের জন্যে মোডিফাই করা হয়েছে
মূল উদ্ভাবকলিয়া রোয়
উন্নয়নকারীলিব্রেবুট প্রকল্প
প্রাথমিক সংস্করণ১২ ডিসেম্বর ২০১৩; ১০ বছর আগে (2013-12-12)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্ল্যাটফর্মআইএ-৩২, এক্স৮৬-৬৪, এআরএমভি৭[১]
ধরনফার্মওয়্যার
লাইসেন্সজিপিএল সংস্করণ ৩[২]
ওয়েবসাইটlibreboot.org

বৈশিষ্ট্য সম্পাদনা

লিব্রেবুট কোরবুটের মালিকানাধীন বাইনারি ব্লব-বিহীন একটি ডিস্ট্রিবিউশন হিসেবে প্রতিষ্ঠিত।[৪][৫] লিব্রেবুট সরাসরি কোরবুটের কোন ফোর্ক নয়, বরং এটি একটি সমান্তরাল প্রচেষ্টা। মালিকানাধীন সফটওয়্যার সরানোর পাশাপাশি লিব্রেবুট ইন্সটলেশন প্রক্রিয়া ও বিল্ডকে স্বয়ংক্রিয়করণের মাধ্যমে কোরবুট ব্যবহারকে সহজতর করছে।[৬][৭]

কিছু থিংকপ্যাড, ক্রোমবুক, এবং ম্যাকবুক ল্যাপটপ, সাথে সাথে সার্ভারওয়ার্কস্টেশন মাদারবোর্ডের পরিপূর্ণ ফ্রি সংস্করণ তৈরিতেও এ প্রকল্পের অবদান রয়েছে।[৮][৯] এর ডকুমেন্টেশন অনুযায়ী, গ্রাফিক্সের জন্যে কার্নেল মোড সেটিং ব্যবহার করা যেকোন গ্নু/লিনাক্স ডিস্ট্রোর সাথে এটি কাজ করতে সক্ষম। তবে মাইক্রোসফট উইন্ডোজ এটি সমর্থন করে না ও ব্যবহারকারীকে তা ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। বিএসডির জন্যে সমর্থন অপরীক্ষিত, যদিও ওপেনবিএসডি ও নেটবিএসডি বুটের ক্ষেত্রে সফলতার কথা শোনা গেছে।[১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কোরবুট এআরএম"। কোরবুট। ১৫ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "লিব্রেবুটের কপিং ফাইল"notabug.org। ২২ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "গ্নু লিব্রেবুট"। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬ 
  4. "লিব্রেবুট"ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪ 
  5. "লিব্রেবুট"। লিব্রেবুট। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪ 
  6. "লিব্রেবুট প্রকল্প সম্পর্কে"। লিব্রেবুট। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৫ 
  7. "আপনার মালিকানাধীন বাইওস লিব্রেবুট দিয়ে প্রতিস্থাপন করুন"। ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন। ৪ আগস্ট ২০১৪। 
  8. Gay, Joshua (৯ অক্টোবর ২০১২)। "আপনার স্বাধীনতাকে সম্মান করা হার্ডওয়্যার পণ্যের অনুমোদন"। ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  9. "হার্ডওয়্যার সমর্থন তালিকা"। লিব্রেবুট। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬ 
  10. "লিব্রেবুট সম্পর্কে বারবার জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর"। লিব্রেবুট। ১৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা