লিবার্টি লিডিং দ্যা পিপল

লিবার্টি লিডিং দ্যা পিপল (ইংরেজি:Liberty Leading the People; ফরাসী: La Liberté guidant le peuple) ১৮৩০ সালে শিল্পী ওজেন দ্যলাক্রোয়া এর তেল রং-এ আঁকা একটি বিশ্বখ্যাত চিত্রকর্ম যা সর্বকালের সেরা চিত্রকর্মগুলোর একটি। তৎকালীন সময়কালে স্পেনের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে চিত্রটি অঙ্কিত। একহাতে পতাকা অন্য হাতে অস্ত্রসহ সামনে ধাবমান অর্ধনগ্ন নারী যাকে বিজয় ও স্বাধীনতার প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়েছে। ছবির নিচের অংশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে মৃত সৈনিকের দেহাবশেষ।

লিবার্টি লিডিং দ্যা পিপল
French: La Liberté guidant le peuple
See adjacent text.
শিল্পীওজেন দ্যলাক্রোয়া
বছর১৮৩০
ধরনক্যানভাসে তৈলচিত্র
অবস্থানলুভ্‌র জাদুঘর[১], Paris

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dorbani, Malika Bouabdellah। "July 28: Liberty Leading the People"Louvre। Musée du Louvre। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৫