লে মিজেরাবল (ফরাসি: Les Misérables, ফরাসি উচ্চারণ: ​[le mizeʁabl(ə)]) ঔপন্যাসিক ভিক্টর হুগো রচিত ফরাসি উপন্যাস। ১৮৬২ সালে প্রকাশিত বইটিকে ১৯শ শতাব্দীর অন্যতম সেরা উপন্যাস হিসেবে ধরা হয়। এই বইয়ের কাহিনী জুন বিপ্লবের পটভূমিতে লেখা। এটি একজন প্রাক্তন কয়েদি জঁ ভালজঁর জেল জীবন ও মুক্তি এবং আরও কয়েকটি চরিত্রের জীবন সংগ্রাম নিয়ে আবর্তিত।[১]

লে মিজেরাবল
Jean Valjean as Monsieur Madeleine. Illustration by Gustave Brion
লেখকভিক্টর হুগো
অঙ্কনশিল্পীএমিল বেয়ার্ড
দেশফ্রান্স
ভাষাফরাসি
ধরনঐতিহাসিক উপন্যাস
প্রকাশকএ. ল্যাক্রোই, ভেরবয়েকহোভেন অ্যান্ড শি.
প্রকাশনার তারিখ
১৮৬২

চরিত্রাবলি সম্পাদনা

প্রধান চরিত্র সম্পাদনা

  • জঁ ভালজঁ - গল্পের প্রধান চরিত্র। দোকান থেকে রুটি চুরির দায়ে তার পাঁচ বছরের জেল হয়। চারবার জেল থেকে পালানোর বৃথা চেষ্টা ও সাজার মেয়াদ বৃদ্ধি পেলে ১৯ বছর পর জেল থেকে ছাড়া পায়।
  • জাভের - একজন পুলিশ কর্মকর্তা, যে ভালজঁকে ধরার জন্য তার পিছনে লেগে আছে। পরিশেষে তার ভুল বুঝতে পেরে সে সিন নদীতে আত্মহুতি দেয়।
  • ফঁতিন - প্যারিস শহরের সুন্দরী গ্রিজেত্তে, যার প্রেমিক ফেলিঁ তলমেস তাকে তার শিশু কন্যাসহ ছেড়ে চলে যায়। ফঁতিন তার মেয়েকে থেনারদিয়ে দম্পতির কাছে তত্ত্বাবধানের জন্য রেখে মসিয়ে মাদেলিনের ফ্যাক্টরিতে কাজে যোগ দেয়।
  • কোসেত - ফঁতিন ও ফেলিঁ তলমেসের অবৈধ সন্তান। তার তিন থেকে আট বছর বয়স পর্যন্ত থেনারদিয়ে দম্পতি তাকে কাজের জন্য নিয়মিত মারধোর করত। তার মা ফঁতিনের মৃত্যুর পর ভালজঁ তাকে তাদের কাছ থেকে নিয়ে যায় এবং তার নিজের মেয়ের মত মানুষ করে।
  • মারিয়ুস - একজন যুবক আইন বিষয়ের ছাত্র।
  • মসিয়ে ও মাদমোয়াজেল থেনার্দিয়ে - পাঁচ সন্তান, দুই কন্যা ও তিন পুত্রের জনক-জননী। সরাইখানার পরিচালক এবং কসেত্তের তত্ত্ববধানকারী।
  • এপোনিন - থেনার্দিয়ে দম্পতির বড় কন্যা।
  • গাভ্রোশ - থেনার্দিয়ে দম্পতির মেজো সন্তান ও বড় পুত্র।
  • ম্যুরিয়েল - দিগনের বিশপ।

অপ্রধান চরিত্র সম্পাদনা

  • আজেলমা
  • বামাতাবোয়া
  • বাপ্তিস্তিন ম্যুরিয়েল
  • ব্লাশেভেল
  • বুগোঁ
  • ব্রেভে
  • ব্রুজোঁ
  • শাম্পমাথিউ
  • শেনিলদিউ

উপযোগকরণ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BBC News – Bon anniversaire! 25 facts about Les Mis"BBC Online। ১ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১০ 
  2. Radio Programs Scheduled for this Week, The New York Times, 25 July 1937
  3. ইন্টারনেট মুভি ডেটাবেজে Les Misérables (ইংরেজি)
  4. The Broadway League। "The official source for Broadway Information"। IBDB। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১২ 
  5. AlloCine। "Les Misérables"। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২৩ 
  6. ইন্টারনেট মুভি ডেটাবেজে Les Misérables (ইংরেজি)
  7. ইন্টারনেট মুভি ডেটাবেজে Les Misérables (ইংরেজি)
  8. ইন্টারনেট মুভি ডেটাবেজে Les Misérables (ইংরেজি)