লা পোয়্যাঁত কুর্ত

আনিয়েস ভারদা পরিচালিত ফরাসি চলচ্চিত্র

লা পোয়্যাঁত কুর্ত ([la pwɛ̃t kuʁt]) হল আনিয়েস ভারদা পরিচালিত ১৯৫৫ সালের ফরাসি নাট্যধর্মী চলচ্চিত্র। এটি ভারদার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অনেক সমালোচক ছবিটিকে ফরাসি নবকল্লোলের অগ্রদূত হিসেবে উল্লেখ করে থাকেন। ইতিহাসবেত্তা জর্জ সাদুল একে "নব কল্লোলের বাস্তবিক অর্থেই প্রথম চলচ্চিত্র" হিসেবে অভিহিত করেন।[১] চলচ্চিত্রটি ফ্রান্সের দক্ষিণের সেত শহরের পটভূমিতে নির্মিত। পোয়্যাঁত কুর্ত হল এই শহরের ক্ষুদ্র পাড়া যা জেলেদের গ্রাম হিসেবে পরিচিত।

লা পোয়্যাঁত কুর্ত
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকআনিয়েস ভারদা
রচয়িতাআনিয়েস ভারদা
শ্রেষ্ঠাংশেসিলভিয়া মঁফো
ফিলিপ নোয়ারে
সুরকারপিয়ের বারবো
চিত্রগ্রাহকপল সুলিনিয়াস
লুই স্টেইন
সম্পাদকআল্যাঁ রেনে
অঁরি কল্পি
মুক্তিমে ১৯৫৫
স্থিতিকাল৮৬ মিনিট
দেশফ্রান্স
ভাষাফরাসি
নির্মাণব্যয়$১৪,০০০

নির্মাণ সম্পাদনা

ভারদা তার এক বন্ধু যে তার বাড়িতে যেতে পারছে না তার জন্য ছবি তুলতে নিজে পোয়্যাঁত কুর্তে যান। তিনি তার তোলা ফুটেজগুলো দেখে স্বামীর নিজ শহর লা পোয়্যাঁত কুর্ত দেখতে যাওয়া প্যারিসের এক দম্পতির গল্প নিয়ে একটি চলচ্চিত্রের জন্য একটি ক্যামেরা ভাড়া করেন। ভারদা নিজের সহযোগিতা প্রতিষ্ঠান গঠন করেন এবং নির্মাণ শুরু করেন। ছবিটির নির্মাণব্যয় ছিল খুবই অল্প, $১৪,০০০ নির্মাণব্যয়ের ছবিটি সে সময়ে নির্মিত অন্য যে কোন চলচ্চিত্রের নির্মাণব্যয়ের এক চতুর্থাংশ ছিল। চলচ্চিত্রটি নির্মাণকালে কোন অভিনয়শিল্পী ও কলাকুশলীকে পারিশ্রমিক প্রদান করা হয়নি।[২]

মুক্তি সম্পাদনা

চলচ্চিত্রটি ১৯৫৫ সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ১৯৫৬ সালে প্যারিসের স্টুডিও পারনাসে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। এটি জঁ ভিগোর প্রামাণ্যচিত্র আ প্রপো দ্য নিস (১৯৩০)-এর সাথে প্রদর্শিত হয়।[৩] ক্রাইটেরিয়ন কালেকশন ১ বাক্স-সেটে চলচ্চিত্রটির ৪ ডিভিডি রিজিয়ন প্রকাশ করে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ভিনসেন্দো, জিনেত। "La Pointe Courte: How Agnès Varda "Invented" the New Wave"দ্য ক্রাইটেরিয়ন কালেকশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  2. নিউপার্ট ২০০৭, পৃ. ৫৭।
  3. নিউপার্ট ২০০৭, পৃ. ৬০।
  4. চ্যান, অ্যান্ড্রু (২৪ জানুয়ারি ২০০৮)। "Agnès Varda's La Pointe Courte on Criterion"স্ল্যান্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 

গ্রন্থপঞ্জি সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা