লাসিনা ত্রাওরে

বুর্কিনাবে ফুটবলার
(লাসিনা ট্রাওরে থেকে পুনর্নির্দেশিত)

লাসিনা শামস্তে সুদিন ফ্রঁক ত্রাওরে (ফরাসি: Lassina Traoré; জন্ম: ১২ জানুয়ারি ২০০১; লাসিনা ত্রাওরে নামে সুপরিচিত) হলেন একজন বুর্কিনাবি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইউক্রেনীয় ক্লাব শাখতার দোনেৎস্ক এবং বুর্কিনা ফাসো জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

লাসিনা ত্রাওরে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লাসিনা শামস্তে সুদিন ফ্রঁক ত্রাওরে
জন্ম (2001-01-12) ১২ জানুয়ারি ২০০১ (বয়স ২৩)
জন্ম স্থান বোবো দিউলাসো, বুর্কিনা ফাসো
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
শাখতার দোনেৎস্ক
জার্সি নম্বর ২৩
যুব পর্যায়
২০১২–২০১৭ রাহিমো
২০১৭–২০১৯ কেপ টাউন স্পার্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৯–২০২১ ইয়ং আয়াক্স ৪২ (২৩)
২০১৯–২০২১ আয়াক্স ২২ (৯)
২০২১– শাখতার দোনেৎস্ক (৬)
জাতীয় দল
২০১৭– বুর্কিনা ফাসো ১৭ (৭)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:১২, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:১২, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লাসিনা ২০১৭ সালে বুর্কিনা ফাসোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বুর্কিনা ফাসোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৭ ম্যাচে ৭টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

লাসিনা শামস্তে সুদিন ফ্রঁক ত্রাওরে ২০০১ সালের ১২ই জানুয়ারি তারিখে বুর্কিনা ফাসোর বোবো দিউলাসোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

২০১৭ সালের ৪ঠা মে তারিখে, ১৬ বছর, ৩ মাস ও ২২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী লাসিনা বেনিনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[২] ম্যাচটি ১–১ গোলে ড্র করেছিল।[৩] বুর্কিনা ফাসোর হয়ে অভিষেকের বছরে লাসিনা সর্বমোট ৪ ম্যাচে ৩টি গোল করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

৯ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বুর্কিনা ফাসো ২০১৭
২০১৯
২০২০
২০২১
সর্বমোট ১৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Burkina Faso - Benin 1:1 (Friendlies 2017, May)"worldfootball.net। ৯ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Burkina Faso - Benin, May 4, 2017 - International Friendlies - Match sheet"Transfermarkt। ৪ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  3. Strack-Zimmermann, Benjamin (৪ মে ২০১৭)। "Burkina Faso vs. Benin"National Football Teams। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা