লাভ গেমস (চলচ্চিত্র)

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার চলচ্চিত্র

লাভ গেমস হল ২০১৬ সালের ৮ এপ্রিল মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় কামোদ্দীপক থ্রিলার চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন বিক্রম ভট্ট এবং প্রযোজনা করেন মুকেশ ভট্ট, মহেশ ভট্টভূষণ কুমার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন পত্রলেখা, গৌরব আরোরাতারা আলিশা বেরি[৩][৪]

লাভ গেমস
পরিচালকবিক্রম ভট্ট
প্রযোজকমহেশ ভট্ট
মুকেশ ভট্ট
ভূষণ কুমার
রচয়িতাবিক্রম ভট্ট
চিত্রনাট্যকারবিক্রম ভট্ট
কাহিনিকারবিক্রম ভট্ট
শ্রেষ্ঠাংশেপত্রলেখা
তারা আলিশা বেরি
গৌরব আরোরা
সুরকারসংগীত হলদিপুর
সিদ্ধার্থ হলদিপুর-(সংগীত-সিদ্ধার্থ)
চিত্রগ্রাহকমনোজ সোনি
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকটি-সিরিজ
মুক্তি
  • ৮ এপ্রিল ২০১৬ (2016-04-08)
স্থিতিকাল১ ঘণ্টা ৫৪ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়১০০ মিলিয়ন টাকা[১]
আয়৪০.৪ মিলিয়ন টাকা[১][২]

কাহিনি-সারাংশ সম্পাদনা

রামোনা রাইচন্দ (পত্রলেখা) এক অতিসংবেদনশীল ও দুঃসাহসিক মেয়ে। সে জীবনে শুধু রোমাঞ্চ চায়। স্যাম (গৌরব অরোড়া) তার ‘বয় টয়’। স্যাম অত্যন্ত বিষাদগ্রস্থ হয়ে পড়ে এবং সাময়িক স্বস্তির জন্য নিজের ক্ষতি করে বসে। গোপন জীবনযাপনে অভ্যস্ত সেই যুগল জীবনে বৈচিত্র্য আনার জন্য প্রেমের খেলা খেলার সিদ্ধান্ত নেয়। খেলার নিয়ম ছিল রামোনা ও স্যাম একটি পেজ থ্রি পার্টিতে সবচেয়ে সুখী যুগলকে খুঁজে বের করবে এবং তাদের একজনকে শয্যাসঙ্গী করবে।

সফল ফৌজদারি আইনজীবী গৌরব আস্থানা (হিতেন তেজওয়ানি) ও তার শল্যচিকিৎসক স্ত্রী আলিশার (তারা আলিশা বেরি) সঙ্গে তাদের আলাপ হল। স্বামীর দুর্ব্যবহার আলিশাকে মানসিকভাবে দুর্বল করে তুলেছিল। তার ফলে রামোনা ও স্যামের সুবিধা হয়। ঘটনাচক্রে স্যাম আলিশার প্রেমে পড়ে। যদিও ঘটনাচক্রে স্যাম আলিশার প্রেমে পড়ে যায়। এদিকে রামোনাও স্যামকে ছাড়তে চাইল না। দু’জনের সম্পর্ক তিক্ত হয়ে উঠল। শেষ পর্যন্ত রামোনার অধিকারবোধের শিকার হল স্যাম।

কলাকুশলী সম্পাদনা

প্রযোজনা সম্পাদনা

বাজারজাতকরণ সম্পাদনা

ছবিটির ট্রেলার ও প্রথম পোস্টার মুক্তি পায় ২০১৬ সালের ২ মার্চ। কয়েক ট্রেলারটি ভাইরাল হয়ে যায় এবং কয়েক দিনের মধ্যে ইউটিউবে সেটি দশ লক্ষ ভিউ পায়।[৫]

সাউন্ডট্র্যাক সম্পাদনা

লাভ গেমস
কর্তৃক চলচ্চিত্র সাউন্ডট্র্যাক
মুক্তির তারিখ৮ মার্চ ২০১৬ (2016-03-08)
শব্দধারণের সময়২০১৫
ঘরানাপপ
দৈর্ঘ্য২৬:২৫
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
প্রযোজকসংগীত-সিদ্ধার্থ

২০১৬ সালের ৫ মার্চ "আওয়ারগি" নামে প্রথম গানটি মুক্তি পায়। এর ৮ মার্চ পর ছবির মোট সাতটি ট্র্যাকের সব ক’টিই টি-সিরিজের লেবেলে মুক্তি পায়। ছবিটিতে ইংরেজি গানও ছিল। ছবির গীত রচনা করেন কৌসর মুনির ও বিক্রম ভট্ট এবং সুরারোপ করেন সংগীত-সিদ্ধার্থ[৬]

ট্র্যাক তালিকা
নং.শিরোনামগীতিকারশিল্পী(বৃন্দ)দৈর্ঘ্য
১."আওয়ারগি"কৌসর মুনিরসংগীত হলদিপুর
রসিকা শেখর
০৪:৩৪
২."লাভ গেমস"কৌসর মুনিরআঞ্চল শ্রীবাস্তব০৪:২২
৩."মোহাব্বৎ"কৌসর মুনিরসিদ্ধার্থ হলদিপুর০৩:৫০
৪."নির্বাণ"কৌসর মুনিরমোহন কান্নান০৪:১৪
৫."আয়ে দিল"কৌসর মুনিরসুনিধি চৌহান০৪:১৯
৬."লক হিম আপ"বিক্রম ভট্টসনিয়া সাইগল
রবীন্দ্র চারী
০২:৫৭
৭."পয়জন"বিক্রম ভট্টশোন পিন্টো০২:১৪
মোট দৈর্ঘ্য:২৬:২৫

মুক্তি সম্পাদনা

২০১৬ সালের ৮ এপ্রিল বিশেষ ফিল্মসের প্রোডাকশন ব্যানারে ছবিটি মুক্তি পায়। ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি পরিবেশনা করে টি-সিরিজ।[৭][৮]

প্রতিক্রিয়া সম্পাদনা

পেশাদারী মূল্যায়ন
পর্যালোচনা স্কোর
উৎসমূল্যায়ন
ডিএনএ ইন্ডিয়া  
টাইমস অফ ইন্ডিয়া     
জি নিউজ     
এনডিটিভি মুভিজ     
দি ইন্ডিয়ান এক্সপ্রেস     

ছবি সমালোচকদের নেতিবাচক সমালোচনাই মূলত লাভ করে। টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার মোহর বসু ছবিটিকে পাঁচের মধ্যে ২.৫ দিয়ে বলেন যে, ছবির মূল বক্তব্যটিকে কাহিনির মাধ্যমে সুচারুভাবে ফুটিয়ে তোলা যায়নি।[৯] ডিএনএ ইন্ডিয়া পত্রিকার সরিতা এ. তানোয়ার ছবিটিকে দুইয়ের মধ্যে এক দিয়ে বলেন, দর্শক এই ছবিটি দেখার পর আর বোর্ড গেমসও পছন্দ করবেন না।[১০] জি নিউজ ছবিটিকে পাঁচের মধ্যে ২.৫ তারা রেটিং দেয়।[১১] এনডিটিভি মুভিজের শৈবাল চট্টোপাধ্যায় ছবির বক্তব্যের গভীরতার অভাবের কথা উল্লেখ করে এটিকে পাঁচের মধ্যে ১.৫ দেন।[১২] দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার শুভ্রা গুপ্ত ছবিটিকে অর্ধেক তারা দেন।[১৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Love Games - Movie - Box Office India"www.boxofficeindia.com 
  2. Hungama, Bollywood। "Love Games Box Office Collection till Now - Bollywood Hungama" 
  3. "Patralekha sizzles in Love Games poster"The Hindu। ৩ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৬ 
  4. "Raj Kummar Rao calls Patralekha hot in 'Love Games' poster"Times of India। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৬ 
  5. "Patralekha and Gaurav starrer Love Games trailer crosses over 4 million hits"deccanchronicle.com। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬ 
  6. "FIRST SONG FROM 'LOVE GAMES' RELEASED"Bolly Speice। ৮ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬ 
  7. "Raj Kummar Rao calls girlfriend Patralekha hot in 'Love Games' poster"iBN Live। ৩ মার্চ ২০১৬। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৬ 
  8. Gaikwad, Pramod (৩ মার্চ ২০১৬)। "Love Games trailer: Patralekhaa starrer is all about love, lust and betrayals"The Indian Express। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৬ 
  9. Mohar Basu (৮ এপ্রিল ২০১৬)। "Love Games Movie Review"Times of India। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬ 
  10. Sarita A Tanwar (৮ এপ্রিল ২০১৬)। "'Love Games' review: If you love games, stay away"DNA India। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬ 
  11. "Love Games movie review: Dangerously manipulative"Zee News। ৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬ 
  12. Saibal Chatterjee (৮ এপ্রিল ২০১৬)। "Love Games Movie Review"NDTV Movies। ১১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬ 
  13. Shubhra Gupta (৮ এপ্রিল ২০১৬)। "Love Games review: All sorts of things crop up in this Vikram Bhatt film"The Indian Express। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা