লয়াজিরগা

আফগানস্থানের আইনসভা

লয়াজিরগা (পশতু: لويه جرګه, "গ্র্যান্ড সমাবেশ") পশতুনওয়ালিতে একটি বিশেষ ধরনের জিরগা, বা আইন সভা পশতুন জনগণের আইনের ঐতিহ্যগত রীতি। এটি মূলত আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন, একটি নতুন সংবিধান গ্রহণ বা যুদ্ধের মতো জাতীয় বা আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য সংগঠিত হয়।[১] এটি আধুনিক যুগের লিখিত বা স্থির আইনের পূর্ববর্তী এবং বেশিরভাগই পশতুন জনগণের পক্ষ থেকে সমর্থন করে কিন্তু কিছু পরিমাণে অন্যান্য আশেপাশের গোষ্ঠী যারা পশতুনদের দ্বারা প্রভাবিত হয়েছে (ঐতিহাসিকভাবে আফগান নামে পরিচিত)।

হামিদ কারজাই আফগানিস্তানের কাবুলে অনুষ্ঠিত ২০০২ সালের ১৩ জুন লয়াজিরগায় আফগান ট্রানজিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Q&A: What is a loya jirga?"BBC News। জুলাই ১, ২০০২। মে ২৩, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১১, ২০১০ 

বহিঃসংযোগ সম্পাদনা