লখনউ মধ্য বিধানসভা কেন্দ্র

লখনউ মধ্য ভারতের উত্তর প্রদেশের লখনউ জেলার একটি নির্বাচনী এলাকা। এটি লখনউ শহরের মধ্য অংশ নিয়ে গঠিত। ২০১৭ সালের ইউপি বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভিভিপ্যাটসহ ইভিএমের সুবিধা ছিল।[১]

লখনউ মধ্য
নির্বাচনী কেন্দ্র
জেলালখনউ
রাজ্যউত্তর প্রদেশ
বর্তমান নির্বাচনী কেন্দ্র
সৃষ্ট২০১৭
দলভারতীয় জনতা পার্টি
এমএলএব্রজেশ পাঠক

লখনউ মধ্য, লখনউ লোকসভা কেন্দ্র-এর পাঁচটি বিধানসভা কেন্দ্রের একটি। ২০০৮ সাল থেকে, ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এই কেন্দ্রের অবস্থান হল ১৭৪ নম্বর।

বর্তমানে এই আসনটির বিধায়ক হলেন ভারতীয় জনতা পার্টির ব্রজেন পাঠক, যিনি ২০১৭ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী রবিদাস মেহরোত্রকে ৫,০৯৪টি ভোটের ব্যবধানে পরাজিত করেন।[২]

আইনসভার সদস্য সম্পাদনা

বছর সদস্য রাজনৈতিক দল
১৯৫১ সয়েদ আলি জাহীর ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৫১ (উপনির্বাচন) হরীশ চন্দ্র বাজপায়ি
১৯৫১ (উপনির্বাচন) রাম শনকর রবিভাসি
১৯৫৭ মহাবীর প্রসাদ শ্রীবাস্তব
১৯৬২
১৯৬৭ এস. কে. বিদ্যারথি ভারতীয় জন সংঘ
১৯৬৯ ইমতিয়াজ হুসেন ভারতীয় ক্রান্তি দল
১৯৭৪ রমেশ চন্দ্র শ্রীবাস্তব ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭৭ রাম প্রকাশ জনতা পার্টি
১৯৮০ মোহাম্মদ রফি সিদ্দিকি ভারতীয় জাতীয় কংগ্রেস (ই)
১৯৮৫ নরেশ চন্দ্র
১৯৮৯ বসন্ত লাল গুপ্ত ভারতীয় জনতা পার্টি
১৯৯১
১৯৯৩ রাম প্রকাশ
১৯৯৬ সুরেশ কুমার শ্রীবাস্তব
২০০২
২০০৭
২০১২ রবীদাস মেহরহোত্রা সমাজবাদী পার্টি
২০১৭ ব্রজেশ পাঠক ভারতীয় জনতা পার্টি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Machines to rule out fraud, confusion at upcoming UP polls" 
  2. "Assembly result 2017"Elections.in। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২৫