লংগ্‌দক-রুসিয়্যোঁ

লংগ্‌দক-রুসিইওঁ (ফরাসি: Languedoc-Roussillon, অক্সিতঁ ভাষায়: Lengadòc-Rosselhon; কাতালান ভাষায়: Llenguadoc-Rosselló) ফ্রান্সের ২৬টি রেজিওঁ বা প্রদেশের একটি। রেজিওঁটি ফ্রান্সের দক্ষিণ কোণায় অবস্থিত। এর সীমান্তে ফ্রান্সের প্রোভঁস-আল্প-কোত দাজুর, রোন-আল্প, ওভের্নমিদি-পিরেনে এবং স্পেন, অ্যান্ডোরাভূমধ্যসাগর অবস্থিত। রেজিওঁটি পাঁচটি দেপার্ত্যমঁ (départment) নিয়ে গঠিত; এগুলি হল ওদ, গার, এরো, লজের এবং পিরেনে-ওরিয়ঁতাল

লংগ্‌দক-রুসিইওঁ
ফ্রান্সের অঞ্চল
লংগ্‌দক-রুসিইওঁ পতাকা
পতাকা
লংগ্‌দক-রুসিইওঁ অফিসিয়াল লোগো
লোগো
দেশ ফ্রান্স
দপ্তরMontpellier
বিভাগ
সরকার
 • প্রেসিডেন্টDamien Alary (PS)
আয়তন
 • মোট২৭,৩৭৬ বর্গকিমি (১০,৫৭০ বর্গমাইল)
জনসংখ্যা (২০০৭-০১-০১)
 • মোট২৫,৬৫,০০০
 • জনঘনত্ব৯৪/বর্গকিমি (২৪০/বর্গমাইল)
সময় অঞ্চলসিইটি (ইউটিসি+১)
 • গ্রীষ্মকালীন (দিসস)সিইডিটি (ইউটিসি+২)
জিডিপি/নামমাত্র€ ৫৭ বিলিয়ন (২০০৬)[১]
জিডিপি মাথাপিছু€ ২২,৫০০ (২০০৬)[১]
এনইউটিএস অঞ্চলFR8
ওয়েবসাইটlaregion.fr

তথ্যসূত্র সম্পাদনা