রৌমারী ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি ইউনিয়ন

রৌমারী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৭৯.৭১।[২]

রৌমারী
ইউনিয়ন
ডাকনাম: রৌমারী ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলারৌমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনকুড়িগ্রাম-৪
আয়তন[১]
 • মোট৩৬.৩৯ বর্গকিমি (১৪.০৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট৪৬,৫৩৭
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৮.০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পাদনা

রৌমারী উপজেলা সদর হতে প দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৮৯৯২ একর বা ৩৬.৩৯ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

রৌমারী ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রৌমারী ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৪৬৫৩৭ জন[১], যারা ১০৯৬৯ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ২২৫৬৭ জন এবং নারী হল ২৩৯৭০ জন।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

রৌমারী ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩৮.০%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩৪.০% এবং পুরুষ শিক্ষার হার ৪০.০%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে

অর্থনীতি ও যোগাযোগ সম্পাদনা

রৌমারী ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৩। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা

সংগঠন সমূহঃ ৩ টি সম্পাদনা

  1. মুক্তাঞ্চল সাংস্কৃতিক সংগঠন
  2. প্রিয়জন সাংস্কৃতিক সংগঠন
  3. সহানুভূতি যুব সংঘ
রৌমারী ইউনিয়ন  ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ জুলাই ২০২১ তারিখে — বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন