রোমিও (২০১১-এর চলচ্চিত্র)

২০১১-এর সুজিত মন্ডল পরিচালিত চলচ্চিত্র

রোমিও সুজিত মন্ডল পরিচালিত, দেব, শুভশ্রী গাঙ্গুলী, সব্যসাচী চক্রবর্তী, লাবণী সরকার পরিচালিত ২০১১ সালের একটি রোমান্টিক চলচ্চিত্র[১] সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন। ৪ঠা নভেম্বর, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি তেলুগু চলচ্চিত্র কিশোর কুমার পর্দাসনীর কঁচেম ইস্টম, কঁচেম কষ্টম-এর পুননির্মান। এই চলচ্চিত্রটি সুপার হিট হয়। অভিনয় করেছিলেন সিদ্ধার্থতামান্না[২]

রোমিও
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকসুজিত মন্ডল
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
চিত্রনাট্যকারএন.কে. সলিল
শ্রেষ্ঠাংশেদেব
শুভশ্রী গাঙ্গুলী
সব্যসাচী চক্রবর্তী
লাবণী সরকার
পার্থসারথী দেব
কৌশিক বন্দ্যোপাধ্যায়
সুরকারজিৎ গাঙ্গুলী
চিত্রগ্রাহককুমুদ বর্মা
সম্পাদকরবিরঞ্জন মিত্র
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ৪ নভেম্বর ২০১১ (2011-11-04)
স্থিতিকাল১০৯ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়৩.৮ কোটি

কাহিনি সম্পাদনা

পূজা (শুভশ্রী গাঙ্গুলী) তার বাবা চ্যাটার্জীর (কৌশিক বন্দ্যোপাধ্যায়) স্নেহে বড় হয়। বাবার জন্য পূজা সবই করতে পারে। এক পর্যায়ে সে লেখাপড়ার জন্য কলকাতায় আসে। এখানে সে তার আঙ্কেল দিবাকর-এর (বিশ্বজিৎ চক্রবর্তী) বাসায় থাকে। আঙ্কেলের মেয়ে স্বাতীর একদল বন্ধু আছে। এরমধ্যে অন্যতম সিদ্ধার্থ (দেব)। সে সবকিছু নিয়েই মজা করে।

সিদ্ধার্থর অনেক মেয়েবন্ধু আছে। তার মুখে সর্বদাই হাসি থাকে। তাকে দেখে কেউ বুঝতে পারে না তার মা নন্দিনী (লাবণী সরকার) এবং বাবা অভিরাজ (সব্যসাচী চক্রবর্তী) আলাদা থাকে।

সিদ্ধার্থপূজা একে অপরকে ভালবেসে ফেলে। পূজার বাবার কাছে এ কথা বললে সে বলে সিদ্ধার্থর কাছে সে মেয়েকে দিতে রাজি আছে। কিন্তু তার আগে তাদের বাবা-মাকে এক করতে হবে। পূজা তার বাবার মনে আঘাত দিয়ে পালিয়ে বিয়ে করবে না। অতঃপর তারা দুজনে এই চেষ্টা করতে লাগল। কিন্তু অনেক চেষ্টার পরেও তারা সক্ষম হয় না। এক পর্যায়ে সিদ্ধার্থ আর পূজার মধ্যে ঝগড়াও হয়। কিন্তু পরে সিদ্ধার্থ ঝগড়া মিটিয়ে নেয়।

অবশেষে অনেক চেষ্টার পর অভিরাজ নিজের ভুল বুঝতে পেরে নন্দিনীর কাছে ফিরে আসে। দুই পরিবার এই বিয়েতে সম্মত হয়।

অভিনয়ে সম্পাদনা

সংগীত সম্পাদনা

রোমিও
কর্তৃক সংগীত অ্যালবাম
মুক্তির তারিখ২০১১
শব্দধারণের সময়পার্পেল হেজি এন্ড পার্পেল রেইন স্টুডিও, মুম্বাই
ঘরানাচলচ্চিত্রের গান
দৈর্ঘ্য২৫:৪১
জিৎ গাঙ্গুলী কালক্রম
পাগলু
(২০১১)
রোমিও
(২০১১)

এই চলচ্চিত্রের অ্যালবামে মোট ৬টি গান রয়েছে। সব কটিই জিৎ গাঙ্গুলীর সুর দেয়া। গান লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, চন্দ্রানী গঙ্গোপাধ্যায়প্রসেন

নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."লেডি কিলার রোমিও"প্রিয় চট্টোপাধ্যায়জিৎ গাঙ্গুলী, আকৃতি কক্কর৩:৫০
২."এটা কি ভুল"প্রসেনশান, মোনালি ঠাকুর৪:৪৭
৩."মালা রে"প্রিয় চট্টোপাধ্যায়জিৎ গাঙ্গুলী৪:২৯
৪."ঘুম ঘুম এই চোখে"চন্দ্রানী গঙ্গোপাধ্যায়সনু নিগম, শ্রেয়া ঘোষাল৪:২৪
৫."মন তোকে দিলাম"প্রিয় চট্টোপাধ্যায়জুবিন গার্গ৩:৫০
৬."যায় পাখি উড়ে"প্রিয় চট্টোপাধ্যায়রানা মজুমদার৪:২৪

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৩ 
  2. "রা ওয়ান'কে হটিয়ে বাংলার হলে দেবের রোমিও"Anandabazar Patrika। সংগ্রহের তারিখ 03 November 2011  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]