রুশ ফুটবল ইউনিয়ন

রাশিয়া ফুটবল এর নিয়ন্ত্রণকারী সংস্থা

রুশ ফুটবল ইউনিয়ন (রুশ: Российский Футбольный Союз, রসিস্কি ফুতবলনি সয়ুজ, ইংরেজি: Russian Football Union; এছাড়াও সংক্ষেপে আরএফএস নামে পরিচিত) হচ্ছে রাশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[২] এই সংস্থাটি ১৯১২ সালের ১৯শে জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার বছরেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪২ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত।

রুশ ফুটবল ইউনিয়ন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯ জানুয়ারি ১৯১২; ১১২ বছর আগে (1912-01-19)[১]
সদর দপ্তরমস্কো, রাশিয়া
ফিফা অধিভুক্তি১৯১২–১৯১৭[১], ১৯৯২
১৯৪৬–১৯৯১ (সোভিয়েত ইউনিয়নের ফুটবল ফেডারেশন হিসেবে)
উয়েফা অধিভুক্তি১৯৫৪ (সোভিয়েত ইউনিয়নের ফুটবল ফেডারেশন হিসেবে)
সভাপতিরাশিয়া আলেসাদ্র দুকাফ
সহ-সভাপতি
  • রাশিয়া সের্গেই প্রিয়াদকিন
  • রাশিয়া নিকিয়া সিমোনিয়ান
ওয়েবসাইটrfs.ru

এই সংস্থাটি রাশিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে রুশ প্রিমিয়ার লীগ, রুশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ, রুশ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। আরএফএস রুশ ফুটবল প্রিমিয়ার লীগ এবং রাশিয়ার বেশিরভাগ ফুটবল লীগের জন্য রেফারি এবং ফুটবল টুর্নামেন্ট নিষেধাজ্ঞা প্রদান করে।[৩] বর্তমানে রুশ ফুটবল ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন আলেসাদ্র দুকাফ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আলেক্সান্দ্র আলায়েভ।

সভাপতি সম্পাদনা

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রুশ ফুটবল ইউনিয়নের ১০০তম বার্ষিকীতে ভাষণ দিচ্ছেন

সর্ব-রুশ ফুটবল ইউনিয়নের চেয়ারম্যান সম্পাদনা

রুশ ফুটবল ইউনিয়ন সম্পাদনা

কর্মকর্তা সম্পাদনা

৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি আলেসাদ্র দুকাফ
সহ-সভাপতি সের্গেই প্রিয়াদকিন
নিকিতা সিমোনিয়ান
সাধারণ সম্পাদক আলেক্সান্দ্র আলায়েভ
কোষাধ্যক্ষ আরসেনি জামিয়াতিন
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক কিরিল মেলনিকভ
প্রযুক্তিগত পরিচালক আন্দ্রি ভ্লাসভ
ফুটসাল সমন্বয়কারী এমিল আলিয়েভ
জাতীয় দলের কোচ (পুরুষ) স্তানিস্লাভ চেরচেসভ
জাতীয় দলের কোচ (নারী) এলেনা ফোমিনা
রেফারি সমন্বয়কারী লেওনিদ কালশিন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 
  2. Dunmore, Tom (১৬ সেপ্টেম্বর ২০১১)। "Historical Dictionary of Soccer"। Scarecrow Press। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮ – Google Books-এর মাধ্যমে। 
  3. WSC 283 Sep 10। "When Saturday Comes - Academy Awards"। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা