রুমা গুহঠাকুরতা

ভারতীয় অভিনেত্রী

রুমা গুহঠাকুরতা একজন বাঙালি অভিনেত্রী ও গায়িকা। ১৯৩৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। মা সতী দেবী ছিলেন সেই যুগের বিখ্যাত গায়িকা। বাবা সত্যেন ঘোষ। মা সতী দেবী, আলমোড়ায় উদয় শংকর কালচার সেন্টারের মিউজিক এন্সম্বলের সদস্য ছিলেন ও পরে মুম্বাইয়ে পৃথ্বী থিয়েটারে মিউজিক ডিরেকটার ( দেশের প্রথম মহিলা সংগীত পরিচালক) হন তাই রুমার ছেলেবেলা কেটেছে আলমোড়া ও মুম্বাইয়ে। সতী দেবীর পিসতুতো ভাই হলেন বরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায় ও বিজয়া রায় হলেন আপন ছোটবোন। ১৯৫২ সালে  কিশোর কুমারকে বিবাহ করেন ও তাদের পুত্র সুগায়ক অমিত কুমার। ১৯৫৮ সালে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয় এবং ১৯৬০ সালে অরূপ গুহঠাকুরতা কে বিবাহ করেন । তিনি ১৯৫৮ সালে ক্যালকাটা ইয়ুথ কয়্যার প্রতিষ্ঠা করেন। সত্যজিৎ রায় পরিচালিত 'অভিযান' (১৯৬২) ও 'গণশত্রু' (১৯৮৮) তে রুমা দেবী অভিনয় করেছেন। 'তিনকন্যা'র 'মণিহারা'য় (১৯৬১) অভিনেত্রী কণিকা মজুমদারের লিপে 'বাজে করুণ সুরে' গানটি রুমা দেবীর গাওয়া।

রুমা গুহঠাকুরতা

চলচ্চিত্রে সম্পাদনা

অভিনেত্রী স্বরূপ সম্পাদনা

বছর
চলচ্চিত্র
পরিচালক
রোল
ভাষা
১৯৪৪
যাওয়ার বার্তা
১৯৫০
মশাল নীতীন বসু হিন্দি
আফসার ছেতান আনান্দ হিন্দি
১৯৫২
রাগ রাং দিজভিজায় রুমা দেবী
হিন্দি
১৯৫৯
গুন্ডা রাজন তরফদার হিমি
বাক্তিগত সহকারী চিত্রাকার   রুমালি সেন (রুমা দেবী) বাংলা
১৯৬২
অভিযান (চলচ্চিত্র) সত্যজিৎ রায় নিলি
বাংলা
১৯৬৩
নিরজন সৈকত
তপন সিংহ বাংলা
পলাতক
তরুণ মজুমদার ময়না
বাংলা
১৯৬৪
পর্বতের রঙ
১৯৬৬
জরাদিঘির চৌধুরী পরিবার অজিত লাহিরি বাংলা
১৯৬৭
বালিকা বঁধু (১৯৬৭-এর চলচ্চিত্র) তরুন মজুমদার বাংলা
অন্তনি ফিরিঙ্গে সুনিল বানারজি যোগেশ্বরই বাংলা
আসি তে আসিও না
বাংলা
১৯৬৮
Panchashar অরূপ গুহঠাকুরতা বাংলা
বাঘিনী বিজয় বসু
বাংলা
হাংসা মিথুন বাংলা
ঘর নিশিপুর বাংলা
১৯৬৯
আড়ঙ্গ নিকেতান বিজয় বসু
Pradyot's mother বাংলা
১৯৭৪
যদি জানতেম
Yatrik রানু বসু
বাংলা
১৯৭৬
বৈরাগ অসিত সেন
পুষ্প
১৯৮০
দাদার কীর্তি তরুন মজুমদার সরস্বতী, বিনার মা বাংলা
১৯৮১
৩৬ Chowringhee লেন নন্দিতার মা
ইংরেজি
স্বামী স্ত্রী বাংলা
১৯৮২
ত্রয়ী বাংলা
অমৃত কুম্ভের সন্ধানে বাংলা
১৯৮৩
সামারপিতা বাংলা
১৯৮৫
ভালবাসা ভালবাসা কেয়ার মা বাংলা
১৯৮৬
Anurager Chhonya বাংলা
১৯৮৭
গায়ক
Shantanu Bhowmick
আমার সঙ্গী সুজিত গুহ Jhilik's Mother বাংলা
১৯৮৮
আগুন (১৯৮৮ চলচ্চিত্র)
ভিক্তর বানারজি
১৯৮৯
আশা ও ভালবাসা বাংলা
Aakrosh
Gonoshatru Satyajit Roy মায়া গুপ্ত বাংলা
১৯৯১
পথ ও প্রসাদ বাংলা
১৯৯২
ইন্দ্রজিত (চলচ্চিত্র) অঞ্জন চৌধুরী বাংলা
১৯৯৪
হুইল চেয়ার তপন চৌধুরী Sushmita's Mother
১৯৯৫
Sangharsha হারানাথ চক্রবর্তী বাংলা
১৯৯৬
হিমাগার
বাংলা
২০০৬
The Namesake Ashoke's Mother English

গায়িকা স্বরূপ সম্পাদনা

বছর
চলচ্চিত্র
১৯৫৮
লুকোচুরি
১৯৬৩
বর্ণালী
পলাতক
১৯৬১
তিন কন্যা
১৯৬৬
জোড়াদিঘীর চৌধূরী পরিবার
১৯৬৭
আন্তনে ফিরিঙ্গে
১৯৬৮
বাঘিনী
১৯৭০
বাক্স বাদাল
১৯৭৪
যদি জানতাম
১৯৭৬
ম্যারা ধর্ম্যা মেরি মা
১৯৮২
অমিত্রা কুম্ভার সান্ধানি

মৃত্যু সম্পাদনা

রুমা গুহঠাকুরতা ২০১৯ সালের ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল ছটা নাগাদ ঘুমের মধ্যে শেষনিশ্বাস ত্যাগ করেন।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রুমা গুহঠাকুরতা আর নেই"প্রথম আলো date= ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা