রুবেল রানা

বাংলাদেশী সাঁতারু

রুবেল রানা একজন বাংলাদেশী সাতারু২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের পতাকা বাহক ছিলেন।[১][২]

রুবেল রানা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ রুবেল রানা
জাতীয় দল বাংলাদেশ
জন্ম (1983-04-02) ২ এপ্রিল ১৯৮৩ (বয়স ৪০)
ঢাকা, বাংলাদেশ
উচ্চতা১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
ওজন৭৩ কিলোগ্রাম (১৬১ পাউন্ড)
ক্রীড়া
ক্রীড়াসাঁতার
ধরনব্যাক্সট্রোক

২০০৮ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রানাকে ফিনা আমন্ত্রণ জানায়। তিনি প্রথম হিটে সাঁতার কাটেন, এতে তিনি সময় নেন ১:০৪.৮২ যা তার জীবনের সেরা, এটি উক্ত হিটের দ্রুততম সাঁতারু এবং উজবেকিস্তানের ২০০৪ সালের অলিম্পিয়ান ড্যানিল বুগাকভ থেকে আট সেকেন্ড বেশি ছিল। তিনি ৪৫ জন সাঁতারুর মধ্যে ৪৫তম হন ও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হন।

তথসূত্র সম্পাদনা

  1. "Mohammed Rubel Rana"। ২৪ নভেম্বর ২০১২। ২ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৯ 
  2. "Rubel carries national flag in Beijing as Sharmin loses eligibility"। bdnews24.com। ৫ আগস্ট ২০০৮। ১২ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১২