রিচার্ড ফার্নসওয়ার্থ

অভিনেতা

রিচার্ড উইলিয়াম ফার্নসওয়ার্থ (ইংরেজি: Richard William Farnsworth; ১ সেপ্টেম্বর ১৯২০ - ৬ অক্টোবর ২০০০)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা ও স্টান্ট। তিনি কামস আ হর্সম্যান (১৯৭৮), দ্য গ্রে ফক্স (১৯৮২), অ্যান অব গ্রিব গেবলস্‌ (১৯৮৫), মিজারি (১৯৯০), এবং দ্য স্ট্রেইট স্টোরি (১৯৯৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি কামস আ হর্সম্যানদ্য স্ট্রেইট স্টোরি ছবিতে অভিনয়ের জন্য দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন[২] এবং দ্য গ্রে ফক্সদ্য স্ট্রেইট স্টোরি ছবিতে অভিনয়ের জন্য তিনি দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

রিচার্ড ফার্নসওয়ার্থ
Richard Farnsworth
জন্ম
রিচার্ড উইলিয়াম ফার্নসওয়ার্থ

(১৯২০-০৯-০১)১ সেপ্টেম্বর ১৯২০
মৃত্যু৬ অক্টোবর ২০০০(2000-10-06) (বয়স ৮০)
লিংকন, নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণআত্মহত্যা
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, হলিউড হিলস

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ফার্নসওয়ার্থ ১৯২০ সালের ১লা সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন প্রকৌশলী এবং মাতা একজন গৃহিণী। সাত বছর বয়সে তার পিতা মারা যান। পরে তিনি তার মা ও দুই বোনের সাথে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠেন। মহামন্দার সময়ে ১৫ বছর বয়সে তিনি স্কুল ত্যাগ করেন এবং স্থানীয় পোলো বার্নে কাজ শুরু করেন। ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি রোডিও সার্কিটে ঘোড়া চালাতেন। তার এই অভিজ্ঞতাই তাকে চলচ্চিত্রে স্টান্ট হিসেবে কাজের সুযোগ তৈরি করে দেয়।[৩] স্টান্ট হিসেবে ফার্নসওয়ার্থের প্রথম কাজ ছিল গ্যারি কুপার অভিনীত দি অ্যাডভেঞ্চার অব মার্কো পোলো (১৯৩৮)। তিনি পরে প্রতিযোগিতামূলক রোডিও সার্কিটের কাজ ছেড়ে দেন এবং চলচ্চিত্রে কাজে মনযোগী হন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Richard Farnsworth"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  2. ক্লার্ক, হিদার (৭ অক্টোবর ২০০০)। "Richard Farnsworth dies of self-inflicted gunshot wound"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  3. An L.M Montgomery Resource Page। "Richard Farnsworth"। Tickledorange.com। মে ১৬, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা