রাহুল গান্ধী

ভারতীয় রাজনীতিবিদ

রাহুল গান্ধী (ইংরেজি উচ্চারণ: /rɑːˈhuːl ˈɡɑːndi/ (অসমর্থিত টেমপ্লেট); হিন্দি: राहुल गांधी; জন্ম ১৯ জুন, ১৯৭০) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ওয়ানাড় লোকসভা কেন্দ্রের সাংসদ।[১]

রাহুল গান্ধী
राहुल गांधी
Rahul Gandhi
সাংসদ, আমেঠি লোকসভা কেন্দ্র
কাজের মেয়াদ
২০০৪ – ২০১৯
ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক
কাজের মেয়াদ
২০০৭ – ২০১৩
ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান
কাজের মেয়াদ
২০০৭ – ২০১৭
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-06-19) ১৯ জুন ১৯৭০ (বয়স ৫৩)
নতুন দিল্লি, ভারত
জাতীয়তাভারত
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীঅবিবাহিত
বাসস্থাননতুন দিল্লি, ভারত
প্রাক্তন শিক্ষার্থীরোলিংস কলেজ
ট্রিনিটি কলেজ, কেমব্রিজ
ওয়েবসাইটrahulgandhi.co.in

প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পাদনা

দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে ভর্তি হন পরবর্তীকালে দুন স্কুলে পড়েন ১৯৮১ থেকে ১৯৮৩ পর্যন্ত। ১৯৮৯ সালে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে স্নাতক স্তরে ভর্তি হন ও পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-এ পড়াশোনা করতে চলে যান। ১৯৯১ সালে তার বাবা, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী-র হত্যা হলে নিরাপত্তাজনিত কারণে তাকে রাউল ভিন্সি ছদ্দনামে ফ্লোরিডা-র রোলিন্স কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই ১৯৯৪ সালে কলা বিভাগে স্নাতক পাশ করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে দর্শনে স্নাতকোত্তর করতে ট্রিনিটি কলেজ, কেমব্রিজ-এ ভর্তি হন।

গণমাধ্যমে রাহুল গান্ধী সম্পাদনা

মাই নেম ইজ রাগা শিরোনামে একটি চলচ্চিত্র ২০১৯ সালে মুক্তি পাবে যেটি তার জীবনী অবলম্বনে বানানো।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Vidya Subrahmaniam (১৮ এপ্রিল ২০০৪)। "Gandhi detergent washes away caste"The Times of India। সংগ্রহের তারিখ ২০০৭-০২-০৯