রাহিম জাহানি

আফগান সুরকার

রাহিম জাহানি ( দারি: رحيم جهانی‎ ) আফগানিস্তানের [১] প্রাক বিপ্লবী সংগীত যুগ এর একজন প্রখ্যাত প্রবীণ গায়ক ছিলেন। তার জীবদ্দশার এক পর্যায়ে জাহানি কাবুলের সিলো জেলায় বাস করেছিলেন। তিনি দু'বার বিবাহ করেছিলেন, পরে দ্বিতীয় বিয়ে করেছিলেন সংগীতশিল্পী সালমা জাহানীর কে ।

রাহিম জাহানি
رحيم جهانی
জন্মনামরাহিম
জন্মআফগানিস্তান
ধরনপপ সঙ্গীত, গজল, পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত
পেশাগায়ক
কার্যকাল১৯৭৫–২০১৪
লেবেলবিভিন্ন

জাহানির ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে ২৯ শে নভেম্বর, ২০১৪ সালে তিনি মারা যান। জাহানীর দুটি কন্যা এবং একটি পুত্র ছিল, বড় তার কন্যা সালমা জাহানি, দ্বিতীয় বৃহত্তম রাহে জাহানি এবং কনিষ্ঠতম সোনবোল জাহানী। তার সর্বাধিক পরিচিত গান ইশক-ই-ম্যান , যা তার গাওয়া সর্বাধিক জনপ্রিয় গান। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. عزیز آشنا و آرکستر آماتور -2Deutsche Welle (Persian ভাষায়)। ৪ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১১ 
  2. "The end of an era Veteran Afghan singer Rahim Jahani passes away at 67"। afghanzariza.com। ৩০ নভেম্বর ২০১৪। ২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯