রাশিদা হামিদ

বাংলাদেশের ৮ম ফার্স্ট লেডি

রাশিদা হামিদ ওরফে রাশিদা খানম বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের ৮ম ফার্স্ট লেডি এবং সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের স্ত্রী।[২]

রাশিদা হামিদ
৮ম বাংলাদেশের ফার্স্ট লেডি
কাজের মেয়াদ
২৪ এপ্রিল ২০১৩ – ২৪ এপ্রিল ২০২৩
রাষ্ট্রপতিআবদুল হামিদ
পূর্বসূরীআনোয়ারা বেগম
উত্তরসূরীরেবেকা সুলতানা
ব্যক্তিগত বিবরণ
জন্মরাশিদা খানম
জাফরাবাদ, করিমগঞ্জ উপজেলা[১]
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীআবদুল হামিদ
সন্তানরেজওয়ান আহাম্মদ তৌফিক
রাসেল আহমেদ তুহিন
রিয়াদ আহমেদ তুষার
স্বর্না হামিদ
পিতাআব্দুল হালিম খান
প্রাক্তন শিক্ষার্থীগুরুদয়াল সরকারি কলেজ
জীবিকাশিক্ষিকা
যে জন্য পরিচিতবাংলাদেশের ৮ম ফার্স্ট লেডি

প্রাথমিক জীবন সম্পাদনা

রাশিদা খানম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত আব্দুল হালিম খানের চার ছেলে আর দুই মেয়ের মধ্যে তিনি সবার বড়। জাফরাবাদ গ্রামের মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করেন। ১৯৬৩ সালে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। রাশিদা কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে ভর্তি হন এবং ছাত্র সংসদের তৎকালীন জিএস আব্দুল হামিদ এর সাথে পরিচিত হন। ৪ অক্টোবর ১৯৬৪ সালে তিনি আব্দুল হামিদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৩] গুরুদয়াল সরকারি কলেজ থেকে ১৯৭২ সালে স্নাতক পাস করেন।[১]

রাশিদা’র স্বামী আবদুল হামিদ হলেন বাংলাদেশের সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি।[৪] তাদের বড় সন্তান রেজওয়ান আহাম্মদ তৌফিক বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য। এছাড়াও তাদের এক ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন এবং অপর ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং এক মেয়ে স্বর্না হামিদ আছে।[৫]

কর্মজীবন সম্পাদনা

তিনি ঢাকা শহরের একটি কিন্ডারগার্টেনে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।[১] এপ্রিল ২০১৩ সালে জাতীয় সংসদ হতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের অভিষেক শেষে ফার্স্ট লেডি তার কাজ ও অফিস গ্রহণ করেন। অভিষেক শেষে তিনি বঙ্গভবনে তার স্বামীর সাথে বসবাস করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. নূর মোহাম্মদ (৮ মার্চ ২০১৮)। "যার প্রেরণায় রাষ্ট্রপতি আবদুল হামিদের পথচলা"jagonews24.com। সংগ্রহের তারিখ মে ৯, ২০২০ 
  2. "আবদুল হামিদ প্রথম রাষ্ট্রপতি, যিনি টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শুরু করলেন"prothomalo.com। ২৪ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ মে ৯, ২০২০ 
  3. সাইফুল হক মোল্লা দুলু (৪ অক্টোবর ২০১৯)। "একসঙ্গে ৫৫ বছরের পথচলা"samakal.com। সংগ্রহের তারিখ মে ১৩, ২০২০ 
  4. বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম (১৪ নভেম্বর ২০১৭)। "একটি বিয়েতে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদ"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ মে ১৩, ২০২০ 
  5. "রাষ্ট্রপতির কার্যালয়"www.bangabhaban.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৩