রামপাল উপজেলা

বাগেরহাট জেলার একটি উপজেলা

রামপাল উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।

রামপাল
উপজেলা
স্থানাঙ্ক: ২২°৩৪′৮″ উত্তর ৮৯°৩৯′৪৬″ পূর্ব / ২২.৫৬৮৮৯° উত্তর ৮৯.৬৬২৭৮° পূর্ব / 22.56889; 89.66278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
আয়তন
 • মোট৩৩৫.৪৫ বর্গকিমি (১২৯.৫২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১,৫৪,৯৬৫
 • জনঘনত্ব৪৬০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৮.০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ০১ ৭৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

এই উপজেলার উত্তরে ফকিরহাট উপজেলাবাগেরহাট সদর উপজেলা, দক্ষিণে মোংলা উপজেলা, পশ্চিমে খুলনা জেলার দাকোপ উপজেলা এবং পূর্বে মোড়েলগঞ্জ উপজেলা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এই উপজেলার ইউনিয়ন সমূহ হচ্ছে -

  1. গৌরম্ভা
  2. উজলকুড়
  3. বাইনতলা
  4. রামপাল
  5. হুড়কা
  6. রাজনগর
  7. পেড়িখালী
  8. ভোজপাতিয়া
  9. মল্লিকেরবেড় এবং

ইতিহাস সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

রামপালের প্রায় ৮০% লোক উচ্চ শিক্ষায় শিক্ষিত আর প্রায় সবাই নিরক্ষরতা মুক্ত।

রামপালের প্রায় ৮০% লোক উচ্চ শিক্ষায় শিক্ষিত আর প্রায় সবাই নিরক্ষরতা মুক্ত।

কৃতী ব্যক্তিত্ব সম্পাদনা

  • তালুকদার আঃ খালেক - (সংসদ সদস্য, রামপাল-মোংলা-৩)
  • শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (বিশিষ্ট আলেম ও জনপ্রিয় ওয়েজিন)
  • বেগম হাবিবুন্নাহার তালুকদার (মাননীয় উপমন্ত্রী ও সংসদ সদস্য)
  • মাওলানা রেজাউল করীম (বিশিষ্ট আলেম ও সমাজসেবক)
  • এ্যাড.শেখ আব্দুল ওয়াদুদ -(আইনজীবী ও সমাজ সেবক)
  • ডাঃ আতিয়ার রহমান (চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল)
  • মাওলানা মোহাম্মাদ গোলাম মাওলা (শিক্ষাবিদ, সমাজ সেবক, রাজনীতিবিদ)
  • লায়ন্স ডা. শেখ ফরিদুল ইসলাম - (রাজনীতিবিদ এবং চেয়ারম্যান, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন)
  • বাবু কুবের চন্দ্র বিশ্বাস - (সাবেক সংসদ সদস্য, রামপাল-মোংলা-৩)
  • মু ইসাদুল হক (ছাত্রনেতা, আইনজীবী ও তরুন সমাজ সেবক)

বিবিধ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে রামপাল"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা