রাজ মরাল

পাখি প্রজাতি

রাজ মরাল (সিগনাস সিগনাস) বা হোপার সোয়ান (whooper swan) উত্তর গোলার্ধের একটি বৃহত্তর মরাল প্রজাতি। এটি উত্তর আমেরিকার ট্রাম্পিটার মরালের ইউরেশিয়ান সহজাত এবং সিগনাস (মরাল) গণের একটি প্রজাতি। ১৬৭৬ সালে ফ্রান্সিস উইলুবি এবং জন রে এর পাখি সংক্রান্ত পাখি গবেষণায় এই মরালকে "এল্ক, হোপার বা বন্য মরাল" হিসাবে উল্লেখ করেছে।[২]:২৩ এর দ্বিপদী নামের cygnus শব্দটি নেওয়া হয়েছে লাতিন শব্দ swan হতে।[৩] বাংলা রাজমরাল নামটি Whooper Swan এর পারিভাষিক শব্দ যা এর নেপালি নাম মহারাজ হংস থেকে অনুপ্রাণিত।

রাজ মরাল
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Anseriformes
পরিবার: Anatidae
উপপরিবার: Anserinae
গণ: Cygnus
প্রজাতি: C. cygnus
(Linnaeus, 1758)
Singing whooper swan, Sweden 2016

বর্ণনা সম্পাদনা

 
রাজমরালের মাথা ও ঠোঁট

রাজমরালের শারীরিক গঠন ও চেহারা কিছুটা তন্দ্রা মরালের মতো। তবে এটি বড় আকারের হয়, দৈর্ঘ্যে সাধারণত ১৪০–১৬৫ সেমি (৫৫–৬৫ ইঞ্চি) হয় এবং এর ডানার দৈর্ঘ্য ২০৫–২৭৫ সেমি (৮১–১০৮ ইঞ্চি) প্রায়। সচরাচর এর শারীরিক মোট ভর হয়ে থাকে ৭.৪–১৪ কেজি (১৬–৩১ পা), পুরুষদের ক্ষেত্রে গড়ে যা প্রায় ৯.৮–১১.৪ কেজি (২২–২৫ পা) এবং স্ত্রীপ্রজাতির ক্ষেত্রে ৮.২–৯.২ কেজি (১৮–২০ পা) পর্যন্ত হয়ে থাকে। এখন পর্যন্ত সর্বোচ্চ ভরের মরালটি ডেনমার্কে পাওয়া গেছে। এটি ছিলো একটি পুরুষ মরাল এবং ভর ছিলো প্রায় ১৫.৫ কেজি (৩৪ পা)। এদেরকে সবচেয়ে ভারী উড়ন্ত পাখিদের মধ্যে একটি বিবেচনা করা হয়।[৪][৫] অন্যান্য আদর্শ পরিমিতি মতে, এদের উইং কর্ড ৫৬.২–৬৩.৫ সেমি (২২.১–২৫.০ ইঞ্চি), টার্সাস ১০.৪–১৩ সেমি (৪.১–৫.১ ইঞ্চি) ও চঞ্চু ৯.২–১১.৬ সেমি (৩.৬–৪.৬ ইঞ্চি) হয়ে থাকে।[৬] বিশালদেহী এ পরিযায়ী পাখিটি সাধারণত গ্রীষ্মে দক্ষিণ ইউরেশিয়ায় বসবাস করে। এবং শীতে বংশবৃদ্ধির জন্য পশ্চিম দিকে মাইগ্রেট করে। সাধারণত এরা বেশিরভাগ সময় ৮ হাজার ফুট উচ্চতায় উড়ে বেড়ায়, যদিও ২৭ হাজার ফুট উচ্চতায়ও এদের উড়তে দেখা গেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Cygnus cygnus"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন2012। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. Willughby, Francis (১৬৭৬)। Ornithologiae libri tres [Ornithology, Book Three] (লাতিন ভাষায়)। London: John Martyn। 
  3. Jobling, James A (২০১০)। The Helm Dictionary of Scientific Bird Names। London: Christopher Helm। পৃষ্ঠা 128। আইএসবিএন 978-1-4081-2501-4 
  4. Brazil, Mark (২০০৩)। The Whooper Swan। Christopher Helm Ornithology। আইএসবিএন 978-0-7136-6570-3 
  5. Dunning, John B. Jr., সম্পাদক (১৯৯২)। CRC Handbook of Avian Body Masses। CRC Press। আইএসবিএন 978-0-8493-4258-5 
  6. Madge, Steve (১৯৯২)। Waterfowl: An Identification Guide to the Ducks, Geese, and Swans of the World। Houghton Mifflin Harcourt। আইএসবিএন 978-0-395-46726-8