রাজা পারভেজ আশরাফ

পাকিস্তানি রাজনীতিবিদ

রাজা পারভেজ আশরাফ (উর্দু, পোটওয়ারি: راجہ پرویز اشرف; জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৫৫) পাকিস্তানের ২৫তম প্রধানমন্ত্রী। ২০১২ সালের ২২ জুন পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের সদস্যদের ভোটাভুটিতে তিনি নির্বাচিত হন।[১] তিনি গুজার খান এলাকা থেকে দু’বার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

রাজা পারভেজ আশরাফ
راجہ پرویز اشرف
একটি ব্যানারে রাজা পারভেজ আশরাফ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৬ এপ্রিল ২০২২
রাষ্ট্রপতিআরিফ আলভি
পূর্বসূরীআসাদ কায়সার
পাকিস্তানের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
২২ জুন ২০১২ – ২৪ মার্চ ২০১৩
রাষ্ট্রপতিআসিফ আলি জারদারি
পূর্বসূরীইউসুফ রাজা গিলানি
উত্তরসূরীমীর হাজর খান খসো
পানি ও বিদ্যুৎ মন্ত্রী
কাজের মেয়াদ
৩১শে মার্চ, ২০০৮ – ৯ই ফেব্রুয়ারি, ২০১১
প্রধানমন্ত্রীইউসুফ রাজা গিলানি
পূর্বসূরীLiaquat Ali Jatoi
উত্তরসূরীNaveed Qamar
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1950-12-26) ২৬ ডিসেম্বর ১৯৫০ (বয়স ৭৩)
Sanghar, সিন্ধু প্রদেশ, পাকিস্তান
রাজনৈতিক দলপাকিস্তান পিপলস্‌ পার্টি
প্রাক্তন শিক্ষার্থীসিন্ধু বিশ্ববিদ্যালয়
ধর্মইসলাম
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

জন্ম ও জীবন সম্পাদনা

জমিদার পরিবারে জন্ম নেওয়া আশরাফ ১৯৭০ সালে সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে স্নাত্মক ডিগ্রি লাভ করেন। পিপিপিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত জমিদারি দেখাশোনাই ছিল তার কাজ। রাজনীতিতে জড়ানোর ঠিক আগে বাসস্থান পরিবর্তন করে রাওয়ালপিণ্ডির গুজার খান এলাকায় চলে আসেন তিনি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Raja Pervez Ashraf declared new Pakistani PM"DAWN। ২২ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
Liaquat Ali Jatoi
পানি ও বিদ্যুৎ মন্ত্রী
২০০৮–২০১১
উত্তরসূরী
Naveed Qamar
পূর্বসূরী
ইউসুফ রাজা গিলানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী
২০১২–বর্তমান
নির্ধারিত হয়নি