রাজা নাহর সিং

ভারতীয় রাজা

রাজা নাহর সিং (জন্ম:- ৬ এপ্রিল ১৮২৩ - মৃত্যু:- ৯ জানুয়ারি ১৮৫৮) একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ। রাজা নাহর সিং ছিলেন হরিয়ানার ফরিদাবাদ জেলার বল্লবগড়ের রাজা। তাঁর পূর্বপুরুষ হলেন তেওতিয়ার গোত্রের জাট রাজা, তারা ১৭৩৯ সালের দিকে ফরিদাবাদে একটি কেল্লার তৈরি করেছিলেন। আর নাহর সিং ১৮৫৭ সালে ভারতীয় স্বাধীনতা বিদ্রোহে জড়িত ছিলেন। গুলাব সিং সায়নী, রাজা নাহর সিংহের সৈনিকদের সেনাপতি ভূরা সিংহ বাল্মীকি ব্রিটিশদের বিরুদ্ধে বল্লভগড় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তিনি যোধ সিংহের পুত্র ছিলেন। রাজা নাহর সিংহের সঙ্গে গুলাব সিংকেও ১৮৫৮ সালের ৯ ই জানয়ারি চাঁদনী চকে ফাঁসি দেওয়া হয়েছিল। '[১]

রাজা নাহর সিং
জন্ম৬ এপ্রিল ১৮২৩
মৃত্যু৯ জানুয়ারি ১৮৫৮
আন্দোলনভারতীয় বিপ্লবী

জন্ম ও শৈশব সম্পাদনা

নাহর সিংহের জন্ম হয়েছিল ১৮২৩ সালের ৬ ই এপ্রিল।  তাঁর শিক্ষকদের মধ্যে পণ্ডিত কুলকার্নি এবং মৌলভী রহমান খান অন্তর্ভুক্ত ছিল। যখন তাঁর বয়স ৯ বছর ছিল, তখন তাঁর পিতা ১৮৩০ সালে মারা যান। তাকে তার কাকা  নাভাল সিংহ দ্বারা প্রতিপালিত করেছিলেন, যিনি রাজ্যের বিষয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন।নাহর সিংহ ১৮৩৯ সালে রাজ্যের রাজার মুকুট পরেছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. রায়, প্রকাশ (২০২১)। বিস্মৃত বিপ্লবী পঞ্চম খণ্ডচেন্নাই: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু। পৃষ্ঠা ৬৩–৬৬। আইএসবিএন 978-1-63920-116-7