রাকেল ওয়েলচ

মার্কিন অভিনেত্রী

রাকেল ওয়েলচ (ইংরেজি: Raquel Welch; জন্ম: জো রাকেল তেজাদা ৫ সেপ্টেম্বর ১৯৪০ – মৃত্যু ১৫ ফেব্রুয়ারি ২০২৩) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। তিনি টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর ফ্যান্ট্যাস্টিক ভয়েজ (১৯৬৬) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জন করেন। ফক্স তাকে ধারে একটি ব্রিটিশ স্টুডিওকে প্রদান করে, তিনি তাদের ওয়ান মিলিয়ন ইয়ার্স বি.সি. (১৯৬৬) ছবিতে অভিনয় করেন। ছবিটিতে তার মাত্র তিন লাইন সংলাপ ছিল, কিন্তু তিনি তার পরিধেয় ডো-স্কিন বিকিনি সে সময়ে সর্বাধিক বিক্রিত পোস্টার হয়ে ওঠে। ফলে তিনি তারকা যৌন আবেদনের প্রতীক হয়ে ওঠেন।[২] তার অদ্বিতীয় পর্দা ব্যক্তিত্ব তাকে ১৯৬০ ও ১৯৭০-এর দশকের চলচ্চিত্র আইকন হতে সাহায্য করে।[৩][৪]

রাকেল ওয়েলচ
Raquel Welch
২০১০ সালের এপ্রিলে ওয়েলচ
জন্ম
জো রাকেল তেজাদা

(1940-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৪০ (বয়স ৮৩)
মৃত্যু১৫ ফেব্রুয়ারি ২০২৩(2023-02-15) (বয়স ৮২)
লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী, গায়িকা
কর্মজীবন১৯৫৯–বর্তমান
৩৯ তম এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ওয়েলচ (সেপ্টেম্বর, ১৯৮৭)

তিনি ১৯৭৪ সালে দ্য থ্রি মাস্কেটিয়ার্স চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি রাইট টু ডাই (১৯৮৭) টিভি চলচ্চিত্রে অভিনয় করে সেরা টিভি চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত হন। ১৯৯৫ সালে এম্পায়ার সাময়িকী তাকে "চলচ্চিত্র ইতিহাসের ১০০ যৌন আবেদনময়ী তারকা" তালিকায় অন্তর্ভুক্ত করে। প্লেবয় সাময়িকী তাকে তাদের "বিংশ শতাব্দীর ১০০ যৌন আবেদনময়ী তারকা" তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০১১ সালে মেন্‌স হেলথ "সর্বকালের সেরা যৌন আবেদনময়ী নারী" তালিকায় তাকে দ্বিতীয় স্থান প্রদান করে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Raquel: Beyond the Cleavage By Raquel Welch - " I WAS BORN in 1940 in the Windy City, Chicago. Not ideal for a new- born baby girl with thin Mediterranean blood, courtesy of my Spanish father." (Page: 4)
  2. "YMRT #19: Raquel Welch, From Pin-up to Pariah"You Must Remember This (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Spend the Weekend with Raquel Welch and Film Society" (ইংরেজি ভাষায়)। ফিল্ম সোসাইটি অব লিংকন সেন্টার। ৯ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮ 
  4. "Video: Two Conversations with Raquel Welch" (ইংরেজি ভাষায়)। ফিল্ম সোসাইটি অব লিংকন সেন্টার। ২৩ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮ 
  5. "Interview with Raquel Welch"মেন্‌স হেলথ (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা