রয় শেইডার

মার্কিন অভিনেতা (1932-2008)

রয় রিচার্ড শেইডার (ইংরেজি: Roy Richard Scheider; ১০ নভেম্বর ১৯৩২ – ১০ ফেব্রুয়ারি ২০০৮)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা ও অ্যামেচার বক্সার। তিনি ১৯৭০-এর দশকের কয়েকটি চলচ্চিত্রে প্রধান ও পার্শ্ব চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন, তন্মধ্যে রয়েছে দ্য ফ্রেঞ্চ কানেকশন (১৯৭১)-এ নিউ ইয়র্ক পুলিশ বিভাগে গোয়েন্দা বাডি ক্লাউডি রুসো, যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন; দ্য সেভেন আপস (১৯৭৩)-এ নিউ ইয়র্ক পুলিশ বিভাগে গোয়েন্দা বাডি মানুচ্চি; জস (১৯৭৫) এবং জস টু (১৯৭৮)-এ পুলিশ প্রধান মার্টিন ব্রডি; ম্যারাথন ম্যান (১৯৭৬)-এ ডক; অল দ্যাট জাজ (১৯৭৯)-এ বব ফসের চরিত্রের উপর ভিত্তি করে লেখা চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক জো গিডিয়ন, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন; এবং টুয়েন্টি টেন (১৯৮৪)-এ ডক্টর হেউড আর. ফ্লয়েড।

রয় শেইডার
Roy Scheider
২০০৭ সালে শেইডার
জন্ম
রয় রিচার্ড শেইডার

(১৯৩২-১১-১০)১০ নভেম্বর ১৯৩২
মৃত্যু১০ ফেব্রুয়ারি ২০০৮(2008-02-10) (বয়স ৭৫)
লিটল রক, আর্কানসাস, মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যান্য নামরয় আর. শেইডার
রয় শ্নেইডার
মাতৃশিক্ষায়তনরুটগার্স বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, মুষ্টিযোদ্ধা
কর্মজীবন১৯৬১-২০০৮
দাম্পত্য সঙ্গীসিনথিয়া বিবোট
(বি. ১৯৬২; বিচ্ছেদ. ১৯৮৬)

ব্রেন্ডা সিমার (বি. ১৯৮৯; মৃ. ২০০৮)
সন্তান

শেইডার বিজ্ঞান কল্পকাহিনিমূলক টিভি ধারাবাহিক সিকোয়েস্ট ডিএসভি (১৯৯৩-১৯৯৬)-এ ক্যাপ্টেন নাথান ব্রিজার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। অলমুভি তাকে "হলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম স্বনামধন্য" বলে উল্লেখ করে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Roy Scheider Biography (1935?–)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Roy Scheider | Biography, Movie Highlights and Photos"অলমুভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা