রবার্ট সেল্ডেন ডুভল (ইংরেজি: Robert Selden Duvall; জন্ম: ৫ জানুয়ারি ১৯৩১)[১] হলেন একজন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। তিনি ছয় দশকের অধিক সময় ধরে অভিনয়ের সাথে জড়িত আছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি সাতটি একাডেমি পুরস্কারের মনোনয়ন হতে একটি পুরস্কার জয় করেন, সাতটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন হতে চারটি পুরস্কার জয় করেন এবং একটি বাফটা পুরস্কার, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ও একটি এমি পুরস্কার জয়সহ একাধিক পুরস্কার জয় ও মনোনয়ন লাভ করেছেন। ২০০৫ সালে তিনি ন্যাশনাল মেডেল অব আর্টস লাভ করেন।

রবার্ট ডুভল
Robert Duvall
জন্ম
রবার্ট সেল্ডেন ডুভল

(১৯৩১-০১-০৫)৫ জানুয়ারি ১৯৩১
শিক্ষাস্নাতক
মাতৃশিক্ষায়তনপ্রিন্সিপিয়া কলেজ (১৯৫৩)
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৫২-বর্তমান
উচ্চতা১.৭৮ মি (৫ ফু ১০ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীবারবারা বেঞ্জামিন
(বি. ১৯৬৪; বিচ্ছেদ. ১৯৭৫)

গেইল ইয়ংস
(বি. ১৯৮২; বিচ্ছেদ. ১৯৮৬)

শ্যারন ব্রফি
(বি. ১৯৯১; বিচ্ছেদ. ১৯৯৫)

লুসিয়ানা পেরড্রাজা (বি. ২০০৫)

ডুভল ১৯৫০-এর দশকের শেষ দিক থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন এবং ১৯৬০-এর দশকের শুরুতে টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি টু কিল আ মকিংবার্ড (১৯৬২) চলচ্চিত্রে তিনি বু র‍্যাডলি চরিত্রে, ক্যাপ্টেন নিউম্যান, এম.ডি. (১৯৬৩), টিএইচএক্স ইলেভেন থার্টি এইট (১৯৭১) চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে এবং হর্টন ফুটের নাটক অবলম্বনে উইলিয়াম ফকনারের টুমরো (১৯৭২) চলচ্চিত্রে অভিনয় করেন। এই সময়ে তিনি গডফাদার ধারাবাহিকের দ্য গডফাদার (১৯৭২) ও দ্য গডফাদার পার্ট ২ (১৯৭৪) চলচ্চিত্রে অভিনয় করেন, যা সমালোচনামূলক ও ব্যবসায়িক দুই দিক থেকে সফলতা অর্জন করে।

তিনি টেন্ডার মার্সিজ (১৯৮৩) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার এবং টম কোর্টনির সাথে যৌথভাবে সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি বাকি ছয়টি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন দ্য গডফাদার (১৯৭২), অ্যাপোক্যালিপ্স নাউ (১৯৭৯), দ্য গ্রেট স্যান্টিনি (১৯৭৯), দি অ্যাপোস্টল (১৯৯), আ সিভিল অ্যাকশন (১৯৯৮), ও দ্য জাজ (২০১৪) ছবিতে অভিনয়ের জন্য। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল বুলিট (১৯৬৮), ট্রু গিট (১৯৬৯), ম্যাশ (১৯৭০), জো কিড (১৯৭২), দ্য কনভারসেশন (১৯৭৪), নেটওয়ার্ক (১৯৭৬), দ্য ন্যাচারাল (১৯৮৪), দ্য হ্যান্ডমেইড্‌স টেল (১৯৯০), ডেজ অব থান্ডার (১৯৯০), র‍্যাম্বলিং রোজ (১৯৯১), ফলিং ডাউন (১৯৯৩), জ্যাক রিচার (২০১২), আ নাইট ইন ওল্ড মেক্সিকো (২০১৪), এবং ওয়াইল্ড হর্সেস (২০১৫)।

ডুভল অভিনীত টেলিভিশন কর্মের মধ্যে উল্লেখযোগ্য দ্য টোয়ালাইট জোন (১৯৬৩), দ্য আউটার লিমিটস (১৯৬৪), লোনসাম ডাভ (১৯৮৯), স্ট্যালিন (১৯৯২), দ্য ম্যান হু ক্যাপচারড এইখমান (১৯৯৬) ও ব্রোকেন টেইললোনসাম ডাভ (১৯৮৯) ও স্ট্যালিন (১৯৯২)-এ অভিনয় করে তিনি শ্রেষ্ঠ টিভি মিনি ধারাবাহিক অভিনেতা বিভাগে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং ব্রোকেন টেইল-এ অভিনয় করে একটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Robert Duvall"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা