রন হ্যাডলি

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

রোনাল্ড জর্জ আলফন্সো হ্যাডলি (ইংরেজি: Ron Headley; জন্ম: ২৯ জুন, ১৯৩৯) জ্যামাইকা উপনিবেশের কিংস্টনে জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭৩ সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সংক্ষিপ্ত সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

রন হ্যাডলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরোনাল্ড জর্জ আলফন্সো হ্যাডলি
জন্ম (1939-06-29) ২৯ জুন ১৯৩৯ (বয়স ৮৪)
কিংস্টন, জ্যামাইকা উপনিবেশ
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কজর্জ হ্যাডলি (পিতা)
ডিন হ্যাডলি (পুত্র)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৪৭)
২৬ জুলাই ১৯৭৩ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট৯ আগস্ট ১৯৭৩ বনাম ইংল্যান্ড
একমাত্র ওডিআই
(ক্যাপ ১২)
৭ সেপ্টেম্বর ১৯৭৩ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৫৮–১৯৭৪ওরচেস্টারশায়ার
১৯৬৫–১৯৭৪জ্যামাইকা
১৯৭৫–১৯৭৬ডার্বিশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪২৩ ১৬২
রানের সংখ্যা ৬২ ১৯ ২১,৬৯৫ ৪,৭৮৮
ব্যাটিং গড় ১৫.৫০ ১৯.০০ ৩১.১২ ৩২.৩৫
১০০/৫০ ০/০ ০/০ ৩২/১১৭ ২/৩০
সর্বোচ্চ রান ৪২ ১৯ ১৮৭ ১৩২
বল করেছে ১,২৩২
উইকেট ১২
বোলিং গড় ৪৯.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৪০
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ০/– ৩৫৬/– ৫৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১ ডিসেম্বর ২০১৮

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়াও, প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ার ও ডার্বিশায়ারের পক্ষে খেলেছেন তিনি। দলে তিনি মূলতঃ বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন রন হ্যাডলি

কাউন্টি ক্রিকেট সম্পাদনা

১৯৫৮ থেকে ১৯৭৬ সময়কাল পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেটে সপ্রতিভ পদচারণ ছিল তার। ৩১.১২ গড়ে ৩২ সেঞ্চুরি সহযোগে ২১,৬৯৫ রান তুলেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ করেছেন ১৮৭ রান।

খেলোয়াড়ী জীবনের অধিকাংশ সময়ই ইংল্যান্ডে অতিবাহিত করেছেন। ১৯৫৮ থেকে ১৯৭৪ সময়কালে ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। তন্মধ্যে, ১৯৬১ সালে কাউন্টি ক্যাপ লাভ করেন। ১৯৭২ সালে আর্থিক সুবিধা গ্রহণের খেলার জন্য মনোনীত হন ও £১০,০০০-এর অধিক পাউন্ড-স্টার্লিং লাভ করেন রন হ্যাডলি।[১] ১৯৭১ সালে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ১৮৭ ও ১০৮ রানের ইনিংস খেলেন। এরফলে ১৯৪৬ সালে এডউইন কুপারের পর প্রথম ওরচেস্টারশায়ারের খেলোয়াড় হিসেবে প্রথম-শ্রেণীর উভয় ইনিংসে সেঞ্চুরি করার গৌরবগাঁথা রচনা করেন তিনি।[২]

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুই টেস্টে অংশগ্রহণের সুযোগ হয়েছে তার। ২৬ জুলাই, ১৯৭৩ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে রন হ্যাডলির। একই সালে একটিমাত্র ওডিআইয়ে অংশ নিয়েছেন তিনি।

১৯৭৩ সালে স্টিভ কামাচো আঘাতপ্রাপ্ত হলে ইংল্যান্ড সফররত ওয়েস্ট ইন্ডিয়ান দলে খেলার জন্য ওরচেস্টারশায়ার দল থেকে নিয়ে আসা হয়।[৩] ওয়েস্ট ইন্ডিয়ান একাদশের পক্ষে সাতটি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও, তিন টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রথম দুই টেস্টে অংশ নেন। তন্মধ্যে, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সংগৃহীত ৪২ রান তার টেস্ট খেলোয়াড়ী জীবনের সর্বোচ্চ ছিল। এছাড়াও, প্রুডেন্সিয়াল ট্রফিতে দ্বিতীয় ওডিআইয়ে অংশ নেন।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর রন হ্যাডলি কোচিং জগতে প্রবেশ করেন।[৪]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

এক সুপরিচিত ক্রিকেটপ্রিয় পরিবার থেকে এসেছেন রন হ্যাডলি। বিখ্যাত ক্রিকেটার জর্জ হ্যাডলি সম্পর্কে তার বাবা ও ডিন হ্যাডলি তার সন্তান হয়।

জর্জ হ্যাডলি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২২ টেস্টে এবং রন হ্যাডলি’র পুত্র ডিন হ্যাডলি ইংল্যান্ডের পক্ষে ১৫ টেস্ট ও ১৩টি ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে ধারাবাহিকভাবে একই পরিবারের তিনটি প্রজন্ম অংশ নিয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ron Headley"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০০৯ 
  2. Green, Benny (editor) (১৯৮৩)। "The County Matches – Worcestershire"। Wisden Anthology 1963–1982Queen Anne Press। পৃষ্ঠা 491। 
  3. "West Indies in England, 1973"। Wisden Cricketers' Almanack। Wisden। ১৯৭৪। পৃষ্ঠা 327–354। 
  4. "Ron Headley Exclusive Interview: Descending from one of cricket's most famous families, he discusses his former team-mates like Basil D'Oliveira, his legendary father George and West Indies cricket"। Bigstar Cricket। ১০ জুলাই ২০০৬। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা