যুগান্তর দল

ভারতীয় স্বাধীনতা জন্য বাংলায় গোপন বিপ্লবী গোষ্ঠী

যুগান্তর দল ছিল একটি গুপ্ত বিপ্লববাদী সংস্থা। চরম পন্থার মাধ্যমে ইংরেজদের থেকে দেশের স্বাধীনতা অর্জন করাই ছিল এই সংগঠনের প্রধান লক্ষ্য। অনুশীলন সমিতির সাথে মতভেদের কারণে ১৯০৬ খ্রিস্টাব্দে 'যুগান্তর' এর জন্ম। এর নেতৃত্বে ছিলেন অরবিন্দ ঘোষ, বারীন্দ্রকুমার ঘোষ, উল্লাসকর দত্ত প্রমুখ। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী এই দলের সদস্য ছিলেন।

The Jugantar party possessed cast iron bomb shells those manufactured in 1930 by themselves.

উল্লেখযোগ্য সদস্যবৃন্দ সম্পাদনা

 
অরবিন্দ ঘোষ
 
বাঘা যতীন
 
প্রীতিলতা ওয়াদ্দেদার