ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয

রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী

ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয OM CH CBE FRS (১ মে ১94১ - ফেব্রুয়ারি ২০০২)[১] একজন অস্ট্রীয় বংশোদ্ভূত ব্রিটিশ আণবিক জীববিজ্ঞানী ছিলেন, যিনি হেমোগ্লোবিন এবং মায়োগ্লোবিনের কাঠামো আবিষ্কারের জন্য জন কেন্ড্রুর সাথে ১৯৬২ সালে রসায়নের নোবেল পুরস্কার পেয়েছিলেন। [২] তিনি ১৯৭১ সালে রয়েল সোসাইটিরয়্যাল মেডেল এবং ১৯৭৯ সালে কপ্লে মেডেল পেয়েছিলেন। কেমব্রিজে তিনি মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (এমআরসি), আণবিক জীববিজ্ঞান ল্যাবরেটরি (এলএমবি) প্রতিষ্ঠা করেন এবং সভাপতিত্ব করেন (১৯৬২-৭৯) , যার মধ্যে ১৪ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। কেমব্রিজে আণবিক জীববিজ্ঞানে পেরুটজের অবদান দ্য হিস্ট্রি অব দ্য ইউনিভার্সিটি অব কেমব্রিজ: ভলিউম ৪ (১৮৭০ থেকে ১৯৯০) ১৯৯২ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস দ্বারা প্রকাশিত হয়।

ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয
Perutz in 1962
জন্ম
ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয

19 May 1914
মৃত্যু৬ ফেব্রুয়ারি ২০০২(2002-02-06) (বয়স ৮৭)
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনভিয়েনা বিশ্ববিদ্যালয়য়; Peterhouse, Cambridge
পরিচিতির কারণHeme-containing proteins
দাম্পত্য সঙ্গীGisela Clara Peiser (m. 1942; 2 children)
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৬২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রআণবিক জীববিজ্ঞান, ক্রিস্টালোগ্রাফি
প্রতিষ্ঠানসমূহকেমব্রিজ বিশ্ববিদ্যালয়য়, Laboratory of Molecular Biology
ডক্টরাল উপদেষ্টাJ.D. Bernal
ডক্টরেট শিক্ষার্থীফ্রান্সিস ক্রিক
১৯৬২ সালে নোবেল বলের সময় তার স্ত্রী গিসেলার সঙ্গে পেরুতয

জীবনী সম্পাদনা

পেরুতয কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সম্মাননা সম্পাদনা

  • অর্ডার অব মেরিট
  • অর্ডার অব দ্য কম্প্যানিয়নস অব অনার
  • কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার, ১৯৬৩
  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি
  • রয়েল মেডেল, ১৯৭১
  • কপলি মেডেল, ১৯৭৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. Blow, David Mervyn (২০০৪)। "Max Ferdinand Perutz OM CH CBE. 19 May 1914 – 6 February 2002: Elected F.R.S. 1954"। Biographical Memoirs of Fellows of the Royal Society50: 227–256। এসটুসিআইডি 73986989জেস্টোর 4140521ডিওআই:10.1098/rsbm.2004.0016পিএমআইডি 15768489 
  2. "The Nobel Prize in Chemistry 1962"NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩