মোটামাথা কার্প

মাছের প্রজাতি

মোটামাথা কার্প (বৈজ্ঞানিক নাম:Hypophthalmichthys nobilis) (ইংরেজি: Bighead carp)হচ্ছে Cyprinidae পরিবারের Hypophthalmichthys গণের একটি স্বাদুপানির মাছ

মোটামাথা কার্প
Hypophthalmichthys nobilis
Bighead carp
মোটামাথা কার্প
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii
বর্গ: Cypriniformes
পরিবার: Cyprinidae
গণ: Hypophthalmichthys
প্রজাতি: H. nobilis
দ্বিপদী নাম
Hypophthalmichthys nobilis
(J. Richardson, 1845)
প্রতিশব্দ
  • Aristichthys nobilis(Richardson,1845)
  • Leuciscus nobilis(Richardson,1845)
  • Hypophthalmichthys mantschuricus(Kner,1867)

বর্ণনা সম্পাদনা

এই মাছের মাথা তুলনামুলক বড়।চাপা রুপালি বর্ণের শরীর ছোট ছোট আঁইশ দিয়ে ঢাকা, পেট গোলগাল এবং পৃষ্ঠীদেশ ধূসর-কালো। সারা দেহে বিশেষত পৃষ্ঠদেশে কাল কাল দাগ দেখতে পাওয়া যায়।পাখনা গাঢ় লাল বর্ণের।[১]

বিস্তৃতি সম্পাদনা

চীনে স্বদেশীয় মিঠাপানির মাছ। ভিয়েতনামের 'রেড' নদীতে প্রাকৃতিকভাবে এ মাছ পাওয়া যায়। বাংলাদেশে এ মাছ ১৯৮১ সালে নেপাল থেকে আনা হয়।[২] বাংলাদেশের চাষকৃত বিদেশী মাছের মধ্য এই মাছের মাথা তুলনামূলক বড় বলে সম্ভবত সেই কারণেই এর নাম বিগহেড কার্প।

চাষ সম্পাদনা

কার্প জাতীয় মাছের মধ্যে বিগহেড কার্প সবথেকে দ্রুত বৃদ্ধি পায়। তাই এ মাছ চাষ করা প্রয়োজন। তবে এ মাছ অন্য কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা উত্তম।

প্রজনন সম্পাদনা

সাধারণত ৩-৪ বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয়। প্লাবিত নদীতে স্রোত রয়েছে এমন স্থানে প্রজনন করে।তবে বর্তমানে কৃত্রিম পদ্ধতিতে হ্যাচারিতে ডিম ও পোনা উৎপাদন করা হচ্ছে।

খাদ্যাভ্যাস সম্পাদনা

পুকুরের উপরিভাগে থাকতে পছন্দ করে ।এদের খাবার উদ্ভিদকণা(ফাইটোপ্লাংকটন) ও প্রাণীকণা(জুপ্লাংকটন) এবং ছোট ছোট আর্থ্রোপোডস।

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ সম্পাদনা

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকাতে এই প্রজাতিটি অন্তর্ভুক্ত নয়।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. এ কে আতাউর রহমান, গাউছিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪৫–৪৭। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য) 
  2. "কার্পমাছ"বাংলাপিডিয়া। ১২ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪