মেরিজা অ্যাগুইলেরা

ক্রিকেটার

মেরিজা রিয়া অ্যাগুইলেরা (ইংরেজি: Merissa Aguilleira; জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯৮৫) ত্রিনিদাদ ও টোবাগোয় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের বিশিষ্ট প্রমিলা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় মেরিজা অ্যাগুইলেরা বর্তমানে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো দলের পক্ষে খেলছেন।[১] শীর্ষসারির ব্যাটসম্যান ও উইকেট-কিপার হিসেবে তিনি ২০০৯ সালের ক্রিকেট বিশ্বকাপের নেতৃত্ব দিয়েছিলেন।

মেরিজা অ্যাগুইলেরা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমেরিজা রিয়া অ্যাগুইলেরা
জন্ম (1985-12-14) ১৪ ডিসেম্বর ১৯৮৫ (বয়স ৩৮)
ত্রিনিদাদ, ত্রিনিদাদ ও টোবাগো
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাঅধিনায়ক, উদ্বোধনী ব্যাটসম্যান, উইকেট-কিপার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক৮ জুলাই ২০০৮ বনাম নেদারল্যান্ডস
শেষ ওডিআই২৯ ফেব্রুয়ারি ২০১৬ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক১১ জুলাই ২০০৯ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টি২০আই৩ এপ্রিল ২০১৬ বনাম অস্ট্রেলিয়া
টি২০আই শার্ট নং১১
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০
ম্যাচ সংখ্যা ৮৯ ৭৯
রানের সংখ্যা ১৪১২ ৫৮৯
ব্যাটিং গড় ২০.১৭ ১৩.৩৮
১০০/৫০ -/৬ -/-
সর্বোচ্চ রান ৭১ ৩৯*
বল করেছে
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ৬৫/১৮ ২৭/২৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৪ মে ২০১৬

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

২ জুলাই, ২০০৮ তারিখে আট্রেখটে অনুষ্ঠিত নেদারল্যান্ডস দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। এরপর থেকে এ পর্যন্ত ১৫টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও, ১১ জুলাই, ২০০৯ তারিখে টনটনে অনুষ্ঠিত টুয়েন্টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার মহিলা দলের বিরুদ্ধে তিনি অভিষিক্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Merissa Aguilleira"espncricinfo 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা