মুলহল্যান্ড ড্রাইভ (চলচ্চিত্র)

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ডেভিড লিঞ্চ পরিচালিত একটি চলচ্চিত্র

মুলহল্যান্ড ড্রাইভ (ইংরেজি: Mulholland Drive) ডেভিড লিঞ্চ রচিত ও পরিচালিত ২০০১ সালের পরাবাস্তববাদী নব্য নয়ার রহস্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন নেওমি ওয়াটস, লরা হ্যারিং, জাস্টিন থারো, অ্যান মিলার, মার্ক পেলেগ্রিনো, ও রবার্ট ফর্স্টার। চলচ্চিত্রটি লস অ্যাঞ্জেলেসে সদ্য আসা বেটি এলমস (ওয়াটস) নামক একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রীর গল্প বর্ণনা করে, যে গাড়ি দুর্ঘটনায় স্মৃতিভ্রষ্ট এক তরুণীর (হ্যারিং) সাথে পরিচিত হয় এবং তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এছাড়া এই গল্পে হলিউডের চলচ্চিত্র পরিচালক (থারো)-সহ আরও কিছু সংক্ষিপ্ত বর্ণনা ও চরিত্রের দেখা পাওয়া যায়।

মুলহল্যান্ড ড্রাইভ
পরিচালকডেভিড লিঞ্চ
প্রযোজক
রচয়িতাডেভিড লিঞ্চ
শ্রেষ্ঠাংশে
সুরকারআঞ্জেলো বাদালামেন্তি
চিত্রগ্রাহকপিটার ডেমিং
সম্পাদকমেরি সুইনি
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক
মুক্তি
  • ১৬ মে ২০০১ (2001-05-16) (কান)
  • ১২ অক্টোবর ২০০১ (2001-10-12) (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • ২১ নভেম্বর ২০০১ (2001-11-21) (ফ্রান্স)
স্থিতিকাল১৪৬ মিনিট[২]
দেশ
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৫ মিলিয়ন[৪]
আয়$২০.১১ মিলিয়ন[৫]

মার্কিন-ফরাসি যৌথ প্রযোজনাটি মূলত টেলিভিশন চলচ্চিত্র হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল এবং ১৯৯৯ সালে বেশিরভাগ অংশ ধারণ করা হয়, যেখানে লিঞ্চের পরিকল্পনা ছিল এটি একটি সম্ভাবনাময় ধারাবাহিক হিসেবে উন্মুক্ত রাখা। লিঞ্চের নির্মাণ দেয়ার পর টেলিভিশন নির্বাহীরা তা বাতিল করে দেয়। লিঞ্চ এরপর এতে সমাপ্তি টেনে এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে রূপদান করেন। লিঞ্চের নিজস্ব বৈশিষ্টসুলভ পরাবাস্তববাদী শৈলীর সাথে অর্ধেক টেলিভিশন ও অর্ধেক চলচ্চিত্রের ফলাফল এই চলচ্চিত্রের ঘটনাবলিকে ব্যাখ্যার জন্য উন্মুক্ত করে দেয়। লিঞ্চ এই গল্পের ব্যাখ্যা প্রদানের প্রস্তাবকে প্রত্যাখান করেন এবং এই গল্প কি বিবৃত করছে তা নিয়ে গবেষণা করার বিষয়টি দর্শক, সমালোচক ও অভিনয়শিল্পী-কলাকুশলীদের কাছে ছেড়ে দেন। তিনি এই চলচ্চিত্রের ট্যাগলাইন দেন "স্বপ্নের শহরে ভালোবাসার গল্প"।

মনস্তাত্ত্বিক থ্রিলার হিসেবে শ্রেণিকৃত মুলহল্যান্ড ড্রাইভ চলচ্চিত্রটির জন্য লিঞ্চ ২০০১ সালের কান চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার (প্রি দে লা মিজ অঁ সেন) অর্জন করেন। তিনি দ্য ম্যান হু ওয়াজন্ট দেয়ার-এর জন্য প্রাপ্ত জোয়েল কোয়েনের সাথে যৌথভাবে এই পুরস্কারটি লাভ করেন। এছাড়া লিঞ্চ শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। চলচ্চিত্রটি নেওমি ওয়াটসের হলিউড প্রোফাইল বৃদ্ধি করে এবং এটি তারকা বর্ষীয়ান হলিউড অভিনেত্রী অ্যান মিলারের সর্বশেষ চলচ্চিত্র।

মুলহল্যান্ড ড্রাইভ প্রায়ই লিঞ্চের অন্যতম সেরা সৃষ্টিকর্ম এবং সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। এটি ২০২২ সালে সাইট অ্যান্ড সাউন্ডের সমালোচকদের জরিপে সেরা চলচ্চিত্রের তালিকায় ৮ম স্থান অধিকার করে এবং ২০১৬ সালের বিবিসির জরিপের ২০০০ সালের পর নির্মিত সেরা চলচ্চিত্রের তালিকায় শীর্ষ স্থান অধিকার করে।

অভিনয়শিল্পীদল সম্পাদনা

মুক্তি সম্পাদনা

২০০১ সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে মুলহল্যান্ড ড্রাইভ-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং বিপুল প্রশংসিত হয়। লিঞ্চ এই উৎসব থেকে দ্য ম্যান হু ওয়াজন্ট দেয়ার-এর জন্য প্রাপ্ত জোয়েল কোয়েনের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার (প্রি দে লা মিজ অঁ সেন) অর্জন করেন।[৬] চলচ্চিত্রটি অনেক সমালোচকের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে এবং লিঞ্চের কর্মজীবনের সবচেয়ে বেশি দর্শক প্রতিক্রিয়া লাভ করে।

চলচ্চিত্রটি রহস্যময় পোস্টার সংবলিত সংক্ষিপ্ত নাম "মুলহল্যান্ড ডিআর." হিসেবে প্রচার করা হয়।

বক্স অফিস সম্পাদনা

ইউনিভার্সাল পিকচার্স ২০০১ সালের ১২ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৬টি প্রেক্ষাগৃহে মুলহল্যান্ড ড্রাইভ মুক্তি দেয়, যা প্রথম সপ্তাহে ৫৮৭,৫৯১ মার্কিন ডলারের বেশি আয় করে। পরবর্তীকালে এটি ২৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং মার্কিন বক্স অফিস থেকে ৭,২২০,২৪৩ মার্কিন ডলার আয় করে। টিভিএ ফিল্মস ২০০১ সালের ২৬শে অক্টোবর চলচ্চিত্রটি কানাডায় প্রেক্ষাগৃহে মুক্তি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য অঞ্চলে চলচ্চিত্রটি ১২,৮৯৭,০৯৬ মার্কিন ডলার আয় করে। চলচ্চিত্রটি মূল মুক্তিতে বিশ্বব্যাপী মোট ২০,১১৭,৩৩৯ মার্কিন ডলার আয় করে এবং পরবর্তী পুনঃমুক্তিতে আরও অল্প অল্প আয় করে।[৫]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

লিঞ্চ একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে মনোনয়ন লাভ করেন।[৭] হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন থেকে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালক-সহ চারটি বিভাগে মনোনয়ন লাভ করে।[৮] এছাড়া এটি লস অ্যাঞ্জেলেস চলচ্চিত্র সমালোচক সমিতি, বস্টন চলচ্চিত্র সমালোচক সমিতি, অনলাইন চলচ্চিত্র সমালোচক সমিতি, জাতীয় চলচ্চিত্র সমালোচক সমিতি, নিউ ইয়র্ক চলচ্চিত্র সমালোচক সমিতিশিকাগো চলচ্চিত্র সমালোচক সমিতি কর্তৃক শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।

প্রদানের তারিখ পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল
২০ মে ২০০১ কান চলচ্চিত্র উৎসব পুরস্কার পাল্ম দর ডেভিড লিঞ্চ মনোনীত
শ্রেষ্ঠ পরিচালক ডেভিড লিঞ্চ (দ্য ম্যান হু ওয়াজন্ট দেয়ার-এর জন্য প্রাপ্ত জোয়েল কোয়েনের সাথে যৌথভাবে) [৬] বিজয়ী
১৫ ডিসেম্বর ২০০১ লস অ্যাঞ্জেলেস চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার[৯] শ্রেষ্ঠ পরিচালক ডেভিড লিঞ্চ বিজয়ী
১৬ ডিসেম্বর ২০০১ বস্টন চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার[১০] শ্রেষ্ঠ চলচ্চিত্র বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক ডেভিড লিঞ্চ বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী নেওমি ওয়াটস রানার-আপ
২ জানুয়ারি ২০০২ অনলাইন চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক ডেভিড লিঞ্চ বিজয়ী
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী নেওমি ওয়াটস বিজয়ী
শ্রেষ্ঠ আলোচিত অভিনয় বিজয়ী
শ্রেষ্ঠ মৌলিক সুর আঞ্জেলো বাদালামেন্তি বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ পিটার ডেমিং বিজয়ী
৪ জানুয়ারি ২০০২ জাতীয় চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার[১১] শ্রেষ্ঠ চলচ্চিত্র বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক ডেভিড লিঞ্চ মনোনীত
শ্রেষ্ঠ অভিনেত্রী নেওমি ওয়াটস বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ পিটার ডেমিং মনোনীত
৫ জানুয়ারি ২০০২ আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট পুরস্কার[১২] বর্ষসেরা চলচ্চিত্র মনোনীত
বর্ষসেরা পরিচালক ডেভিড লিঞ্চ মনোনীত
বর্ষসেরা অভিনেত্রী নেওমি ওয়াটস মনোনীত
বর্ষসেরা সুরকার আঞ্জেলো বাদালামেন্তি মনোনীত
৬ জানুয়ারি ২০০২ নিউ ইয়র্ক চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র বিজয়ী
২০ জানুয়ারি ২০০২ গোল্ডেন গ্লোব পুরস্কার শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র মনোনীত
শ্রেষ্ঠ পরিচালক ডেভিড লিঞ্চ মনোনীত
শ্রেষ্ঠ চিত্রনাট্য মনোনীত
শ্রেষ্ঠ মৌলিক সুর আঞ্জেলো বাদালামেন্তি মনোনীত
২৪ ফেব্রুয়ারি ২০০২ বাফটা পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত আঞ্জেলো বাদালামেন্তি মনোনীত
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা ম্যারি সুইনি মনোনীত
২৫ ফেব্রুয়ারি ২০০২ শিকাগো চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার[১৩] শ্রেষ্ঠ চলচ্চিত্র বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক ডেভিড লিঞ্চ বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী নেওমি ওয়াটস বিজয়ী
২৩ মার্চ ২০০২ ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার[১৪] শ্রেষ্ঠ চিত্রগ্রহণ পিটার ডেমিং বিজয়ী
২৪ মার্চ ২০০২ একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক ডেভিড লিঞ্চ মনোনীত
২ মার্চ ২০০২ সেজার পুরস্কার শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র ডেভিড লিঞ্চ[১৫] বিজয়ী
১৮ মে ২০০২ আলমা পুরস্কার[১৬] সেরা চলচ্চিত্র অভিনেত্রী লরা হ্যারিং বিজয়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mulholland Dr. (2001)"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  2. "MULHOLLAND DRIVE (15)"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২৬ জুলাই ২০০১। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩ 
  3. "Mulholland Dr. (2001)"আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩ 
  4. "Mulholland Drive (2001)"দ্য নাম্বারস। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  5. "Mulholland Drive (2001)"বক্স অফিস মোজো। অক্টোবর ২১, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  6. "Festival de Cannes – From 15 to 26 may 2012"কান চলচ্চিত্র উৎসব। ২০০১। মে ১৪, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  7. "Nominees & Winners for the 74th Academy Awards: Academy of Motion Picture Arts & Sciences"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেপ্টেম্বর ৭, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  8. "The 59th Annual Golden Globe Awards"। গোল্ডেন গ্লোবস। ফেব্রুয়ারি ২৬, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  9. "LAFCA"lafca.net। মার্চ ৩, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  10. "Lynch's `Mulholland Drive' wins society's top honor"বস্টন হেরাল্ড। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. টেইলর, চার্লস (৭ জানুয়ারি ২০০২)। ""Mulholland Drive" takes best picture in critics' awards"সালোন। নভেম্বর ১৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  12. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; afi নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  13. "Chicago Film Critics Awards – 1998–2007"chicagofilmcritics.org। মে ১৫, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  14. "'Memento' Makes Memories at the Independent Spirit Awards"লস অ্যাঞ্জেলেস টাইমস। নভেম্বর ৩০, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  15. বার্নি, রিচার্ড এ. (২০০৯)। David Lynch: Interviews। ইউনিভার্সিটি প্রেস অব মিসিসিপি। আইএসবিএন 9781604732368। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  16. "'Pinero, ' Rodriguez Receive ALMA Awards"। লস অ্যাঞ্জেলেস টাইমস। ২০ মে ২০০২। পৃষ্ঠা F.7। 

বহিঃসংযোগ সম্পাদনা