শরফুদ্দিন মুয়াযযাম ঈসা (১১৭৬ - ১২২৭) ১২১৮ থেকে ১২২৭ সাল পর্যন্ত দামেস্কের আইয়ুবীয় আমির ছিলেন। সুলতান প্রথম আদিলের পুত্র এবং রাজবংশটির প্রতিষ্ঠাতা সালাহউদ্দিনের ভ্রাতুষ্পুত্র, মুয়াযযামকে তার পিতা ১২০০ খ্রিস্টাব্দে দামেস্কের গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন।[১] ১২১৮ সালে পিতার মৃত্যুর পর মুয়াযযাম সিরিয়ায় আইয়ুবীয় ভূমি ১২২৭ খ্রিস্টাব্দে তার মৃত্যু পর্যন্ত নিজের নামে শাসন করেন।[১] তার মৃত্যুর পর পুত্র নাসির দাউদ তার স্থলাভিষিক্ত হন।

মুয়াযযাম ঈসা
দামেস্কের আমির
রাজত্ব১২১৮–১২২৭
পূর্বসূরিপ্রথম আদিল
উত্তরসূরিনাসির দাউদ
জন্ম১১৭৬
কায়রো, মিশর
মৃত্যু১২ নভেম্বর ১২২৭(1227-11-12) (বয়স ৫০–৫১)
দামেস্ক
পূর্ণ নাম
শরফুদ্দীন মুয়াযযাম ঈসা
পিতাপ্রথম আদিল
ধর্মসুন্নী ইসলাম

তথ্যসূত্র সম্পাদনা

 

  1. Littmann, E. (১৯৬০)। "Aybak"। Gibb, H. A. R.; Kramers, J. H.; Lévi-Provençal, E.; Schacht, J.; Lewis, B. & Pellat, Ch.The Encyclopaedia of Islam, New Edition, Volume I: A–B। Leiden: E. J. Brill। পৃষ্ঠা 780। 
শাসনতান্ত্রিক খেতাব
পূর্বসূরী
প্রথম আদিল
দামেস্কের আমির
১২১৮–১২২৭
উত্তরসূরী
নাসির দাউদ