মুজাদ্দিদ

ইসলামি পরিভাষা

মুজাদ্দিদ (আরবি:مجدد‎) শব্দের অর্থ সংস্কারক[১][২]। প্রতি হিজরী শতাব্দিতে মুসলিম সমাজ সংস্কার, মুসলমানদের মধ্যে অনুপ্রবেশকৃত অনৈসলামিক রীতির মূলোৎপাটন এবং ইসলামের প্রকৃত আদর্শ পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আবির্ভূত হন।

হাদীসে বলা হয়েছে,

"আল্লাহ তা'আলা এ উম্মাতের (কল্যাণের) জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দ্বীনকে সংস্কার করবেন।"

— মিশকাতুল মাসাবিহ ২৪৭[৩], আবু দাউদ ৪২৯১ (সহীহ)[৪]

ইমাম আয-যাহাবি এবং ইবনে হাজার আসক্বালানী ব্যাখ্যা করেছেন যে মুজাদ্দিদ শব্দটি বহুবচন হিসাবেও বোঝা যায়। মুজাদ্দিদদের মধ্যে বিশিষ্ট আলেম, ইসলামী শাসক এবং সামরিক সেনাপতিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

মুজাদ্দিদ হিসেবে দাবিকৃত ও আদর্শগণ্য ব্যক্তিগণের তালিকা সম্পাদনা

বিভিন্ন ইসলামী শাসক এবং বিজয়ীরা তাদের ভূমিকার জন্য মুজাদ্দিদ হিসাবে জনপ্রিয়ভাবে পরিচিত ছিল।[৫][৬][৭][৮][৯]


মুজাদ্দিদদের নাম পরিচয় কুরআন ও হাদীসে পাওয়া যায় না। সাধারণত নিম্নোক্ত ব্যক্তিদেরকে অনেকে মুজাদ্দিদ মনে করেন।

একটি তালিকায় প্রতি শতকে একজন করে ধারাবাহিক ১৪জনের নাম লিপিবদ্ধ করা হয়েছে। হিজরী ১ম শতক যেহেতু প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহবীদের যুগ তাই এই শতকে কোনো মুজাদ্দিদ নেই।[১১]

  1. ২য় শতকের মুজাদ্দিদ, ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি।
  2. ৩য় শতকের মুজাদ্দিদ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি।
  3. ৪র্থ শতকের মুজাদ্দিদ, আবুল মানসুর মাতুরিদী রহমতুল্লাহি আলাইহি।
  4. ৫ম শতকের মুজাদ্দিদ, মুহম্মদ আবূ হামিদ গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি।
  5. ৬ষ্ঠ শতকের মুজাদ্দিদ, সাইয়্যিদ আব্দুল ক্বাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি।
  6. ৭ম শতকের মুজাদ্দিদ, সাইয়্যিদ মুঈনুদ্দীন চিশতী আজমেরী রহমতুল্লাহি আলাইহি।
  7. ৮ম শতকের মুজাদ্দিদ, নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি।
  8. ৯ম শতকের মুজাদ্দিদ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি।
  9. ১০ম শতকের মুজাদ্দিদ, ইমাম জালালুদ্দীন সূয়ূতী রহমতুল্লাহি আলাইহি।
  10. ১১ শতকের মুজাদ্দিদ, শায়খ আহমদ ফারুক্বী সিরহিন্দী রহমতুল্লাহি আলাইহি।
  11. ১২ শতকের মুজাদ্দিদ, শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি।
  12. ১৩ শতকের মুজাদ্দিদ, সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি।
  13. ১৪ শতকের মুজাদ্দিদ, আবু বকর ছিদ্দিক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Faruqi, Burhan Ahmad। The Mujaddid's Conception of Tawhid (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৭। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪ 
  2. Meri, Josef W. (সম্পাদক)। Medieval Islamic Civilization: An Encyclopedia (ইংরেজি ভাষায়)। Psychology Press। পৃষ্ঠা ৬৭৮। 
  3. টেমপ্লেট:Ihadis
  4. টেমপ্লেট:Ihadis
  5. Jackson, Roy (২০১০)। Mawlana Mawdudi and Political Islam: Authority and the Islamic State। Routledge। আইএসবিএন 9781136950360 
  6. B. N. Pande (১৯৯৬)। Aurangzeb and Tipu Sultan: Evaluation of Their Religious PoliciesUniversity of Michiganআইএসবিএন 9788185220383 
  7. Advocate of Dialogue: Fethullah Gulen by Ali Unal and Alphonse Williams, 10 June 2000; আইএসবিএন ৯৭৮-০৯৭০৪৩৭০১৩
  8. Akgunduz, Ahmed; Ozturk, Said (২০১১)। Ottoman History - Misperceptions and Truths (ইংরেজি ভাষায়)। IUR Press। পৃষ্ঠা 14। আইএসবিএন 978-90-90-26108-9। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৯ 
  9. Hassan Ahmed Ibrahim, "An Overview of al-Sadiq al-Madhi's Islamic Discourse." Taken from The Blackwell Companion to Contemporary Islamic Thought, p. 172. Ed. Ibrahim Abu-Rabi'. Hoboken: Wiley-Blackwell, 2008. আইএসবিএন ৯৭৮-১-৪০৫১-৭৮৪৮-৮
  10. "তার প্রেম আলোয় সূচনা আমার কাব্যের"Jugantor 
  11. https://saiyidul-aayaad.net/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be/  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা