মাহমুদ হাসান (শিক্ষায়তনিক)

মাহমুদ হাসান (জন্ম: ২ মার্চ ১৮৯৭) হলেন একজন বাংলাদেশী শিক্ষায়তনিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য ছিলেন।

মাহমুদ হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
১ জুলাই ১৯৪২ – ২১ অক্টোবর ১৯৪৮
পূর্বসূরীরমেশচন্দ্র মজুমদার
উত্তরসূরীসৈয়দ মোয়াজ্জেম হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯৭-০৩-০২)২ মার্চ ১৮৯৭
শিক্ষাপিএইচডি (ইংরেজি)
প্রাক্তন শিক্ষার্থীপ্রেসিডেন্সি কলেজ, কলকাতা
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষায়তনিক

হাসান কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি বিষয়ে ১৯১৮ সালে স্নাতক এবং ১৯২০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আবারও স্নাতকোত্তর করেন এবং ১৯২৬ সালে পিএইডি ডিগ্রি লাভ করেন।

১৯২১ সালে তিনি গুয়াহাটির কটন কলেজে প্রভাষক হিসেবে তার কর্ম জীবন শুরু করেন। সেখানে কিছু দিন চাকরি করার পর একই বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯২৬ সালে তিনি রিডার এবং ১৯৩৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।

১৯২৮ সালে হাসান সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন। ১৯৪২ সালে তিনি ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান। অবশেষে, ১৯৪২ সালের ১লা জুলাই মাহমুদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ১৯৪৮ সালের ২১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মুয়ায্‌যম হুসায়ন খান (২০১২)। "হাসান, মাহমুদ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743