মালকানগিরি জেলা

ওড়িশার একটি জেলা

মালকানগিরি জেলা (ওড়িয়া: ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. মালকানগিরি জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৪ই আশ্বিন ১৩৯৯ বঙ্গাব্দে(১লা অক্টোবর ১৯৯২ খ্রিস্টাব্দে) পূর্বতন কোরাপুট জেলা থেকে মালকানগিরি জেলাটি গঠিত হয়৷ জেলাটি ওড়িশার দক্ষিণ ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর মালকানগিরি শহরে অবস্থিত এবং মালকানগিরি মহকুমা নিয়ে গঠিত৷

মালকানগিরি জেলা
ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় মালকানগিরির অবস্থান
ওড়িশায় মালকানগিরির অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগদক্ষিণ ওড়িশা বিভাগ
সদরদপ্তরমালকানগিরি
তহশিল
আয়তন
 • মোট৫,৭৯১ বর্গকিমি (২,২৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৬,১৩,১৯২
 • জনঘনত্ব১১০/বর্গকিমি (২৭০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৪৮.৫৪ শতাংশ
 • লিঙ্গানুপাত১০২০
গড় বার্ষিক বৃষ্টিপাত১৬৬৮ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
ওড়িশার মুদুলিপাড়ায় আগুন পোহানো

নামকরণ সম্পাদনা

হিন্দুগ্রন্থ রামায়ণ রচনাকালে মালকানগিরি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ জেলাটির মধ্য দিয়ে বাহিত তমসা নদীর তীরে বসেই মহর্ষি বাল্মীকি রামায়ণের ঘটনাবলী ব্যক্ত করেছিলেন৷ রামায়ণ অনুসারে মালকানগিরির পুরাতন নাম ছিলো মাল্যবন্তগিরি৷[১]

ইতিহাস সম্পাদনা

ভূপ্রকৃতি সম্পাদনা

অর্থনীতি সম্পাদনা

অবস্থান সম্পাদনা

জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের কোরাপুট জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের কোরাপুট জেলাজেলাটির পূর্বে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম জেলাজেলাটির দক্ষিণে অন্ধ্রপ্রদেশ রাজ্যের পূর্ব গোদাবরী জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ছত্তীসগঢ় রাজ্যের সুক্মা জেলাজেলাটির পশ্চিমে ছত্তীসগঢ় রাজ্যের সুক্মা জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ছত্তীসগঢ় রাজ্যের বস্তার জেলা[২]

জেলাটির আয়তন ৫৭৯১ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ৩.৭২%৷

ভাষা সম্পাদনা

মালকানগিরি জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী মালকানগিরি জেলার ভাষাসমূহ[৩]

  ওড়িয়া (৪১.৯৯%)
  কোয়া (২৩.৪০%)
  বাংলা (২১.৪৮%)
  তেলুগু (২.৯৭%)
  কুই-খোন্ড (২.৫৯%)
  হালবি (১.৩৬%)
  গাদাবা (০.৫৯%)
  সাঁওতালি (০.৫০%)
  হিন্দী (০.৪৬%)
  অন্যান্য (৪.৬৬%)

ধর্ম সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

মোট জনসংখ্যা ৫০৪১৯৮(২০০১ জনগণনা) ও ৬১৩১৯২(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ২৪তম৷ ওড়িশা রাজ্যের ১.৪৬% লোক মালকানগিরি জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৮৭ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১০৬ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২১.৬২% , যা ১৯৯১-২০১১ সালের ১৯.৩৯% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ১০২০(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৯২৷[৪]

নদনদী সম্পাদনা

পরিবহন ও যোগাযোগ সম্পাদনা

পর্যটন ও দর্শনীয় স্থান সম্পাদনা

ঐতিহ্য ও সংস্কৃতি সম্পাদনা

শিক্ষা সম্পাদনা

জেলাটির স্বাক্ষরতা হার ৩০.৫৩%(২০০১) তথা ৪৮.৫৪%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৪০.১৪%(২০০১) তথা ৫৯.০৭%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ২০.৯১%(২০০১) তথা ৩৮.২৮% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৭.৭৯%৷[৪]

প্রশাসনিক বিভাগ সম্পাদনা

সীমান্ত সম্পাদনা

বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা