মারভিন্‌স রুম (চলচ্চিত্র)

মারভিন্‌স রুম ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন জেরি জ্যাকসস্কট ম্যাকফার্সনের একই নামের নাটক অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন জন গুয়েরে। ম্যাকফার্সন নিজেই এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছিলেন কিন্তু ১৯৯২ সালে তার মৃত্যু হলে এটি নির্মাণকালে গুয়েরেকে চিত্রনাট্যের বিন্যাসের দায়িত্ব দেওয়া হয়।[১][২]

মারভিন্‌স রুম
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকজেরি জ্যাকস
চিত্রনাট্যকারজন গুয়েরে
উৎসস্কট ম্যাকফার্সন কর্তৃক 
মারভিন'স রুম
শ্রেষ্ঠাংশে
সুরকাররাচেল পোর্টম্যান
চিত্রগ্রাহকপিটর সবোসিঙ্কি
সম্পাদকজিম ক্লার্ক
পরিবেশকমিরাম্যাক্স ফিল্মস
মুক্তি
  • ২২ ফেব্রুয়ারি ১৯৯৭ (1997-02-22)
স্থিতিকাল৯৮ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$২৩ মিলিয়ন
আয়$১২,৮০৩,৩০৫

এতে অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডায়ান কিটন, রবার্ট ডি নিরো, হুমি ক্রোনিন, গেন ভার্ডন, হাল স্কার্ডিনো, ড্যান হেডায়া প্রমুখ।[৩][৪]

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

২০ বছর আগে স্ট্রোক করে পঙ্গুত্ব বরণ করে মারভিন শয্যাশায়ী। তাকে দেখাশুনা করে তার মেয়ে বেসি। অন্যদিকে তার আরেক মেয়ে লি তাকে ছেড়ে তার স্বামীর সাথে ওহিওতে চলে যায় এবং পরিবারের সাথে কোন সম্পর্ক রাখে না। বেসির ডাক্তার তাকে জানায় তার লুকেমিয়া হয়েছে এবং তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে হবে। সে তার বোনের কাছে সাহায্যের জন্য যায়। লি তাকে তার ছেলে হ্যাঙ্কের কাছে পাঠিয়ে দেয়। হ্যাঙ্ক কয়েকদিন আগে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার জন্য মানসিক হাসপাতালে ভর্তি আছে। যখন লি বুঝতে পারে যে তারও তার বাবার দেখাশুনা করা দরকার, সে তখন তার বাবাকে নার্সিং হোমে ভর্তি করে। এভাবে তারা আবার একত্রিত হয়।

অভিনয়শিল্পী সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

চলচ্চিত্রের মূল সঙ্গীত সুর করেছেন রাচেল পোর্টম্যানকার্লি সিমন থিম সং "টু লিটল সিস্টার্স" গান রচনা করেছেন এবং গেয়েছেন।[৫]

সমালোচনা সম্পাদনা

চলচ্চিত্রটি ইতিবাচক সমালোচনা লাভ করেছে, রটেন টম্যাটস-এ চলচ্চিত্রটি ৮০% রেটিং স্কোর পেয়েছে। অন্যদিকে চলচ্চিত্র সমালোচক রজার ইবার্ট চলচ্চিত্রটিকে ৪-এ ৩.৫ দিয়েছেন।[৬]

পুরস্কার সম্পাদনা

বিজয়ী:

মনোনয়ন:

আরও পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Marks, Peter (ডিসেম্বর ৮, ১৯৯৬)। "Two Wrenching Dramas Find Unexpected New Lives"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৬ 
  2. "A Door Left Opened"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৬ 
  3. Johnson, Gary। "Marvin's Room Explores the Ties That Bind"imagesjournal.com। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৬ 
  4. "Marvin's Room (1996) Overview"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৬ 
  5. Howe, Desson (জানুয়ারি ১০, ১৯৯৭)। "'Marvin's Room': No Emote Control"The Washington Post 
  6. "Marvin's Room"RogerEbert.com। জানুয়ারি ১০, ১৯৯৭। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৬ 
  7. "20th Moscow International Film Festival (1997)"MIFF। মার্চ ২২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-২২ 

বহিঃসংযোগ সম্পাদনা