মায়েস্ট্রো (চলচ্চিত্র)

২০২১-এর তেলুগু চলচ্চিত্র

মায়েস্ট্রো হলো ২০২১ সালের একটি ভারতীয় তেলুগু ভাষার ব্ল্যাক কমেডি থ্রিলার চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন মেরলাপাকা গান্ধী এবং প্রযোজনা করেছে শ্রেষ্ঠ মুভিজ। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিথিন, তামান্নানাভা নাতেশ এবং সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত এবং নরেশ। এটি ২০১৮ সালের হিন্দি চলচ্চিত্র আন্ধাধুনের পুনর্নির্মাণ। চলচ্চিত্রটির কাহীনি একজন অন্ধ পিয়ানো বাদককে নিয়ে, যিনি অজান্তেই একজন প্রাক্তন চলচ্চিত্র অভিনেতার হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন।

মায়েস্ট্রো
মায়েস্ট্রো চলচ্চিত্রের পোস্টার
আনুষ্ঠানিক মুক্তির পোস্টার
পরিচালকমেরলাপাকা গান্ধী
প্রযোজক
  • সুধাকর রেড্ডি
  • নিকিতা রেড্ডি
রচয়িতামেরলাপাকা গান্ধী
শেখ দাওদ জি (অতিরিক্ত চিত্রনাট্য)
উৎসশ্রীরাম রাঘাভন কর্তৃক 
আন্ধাধুন
শ্রেষ্ঠাংশে
সুরকারমহতী স্বরা সাগর
চিত্রগ্রাহকজে. যুবরাজ
সম্পাদকএস. আর. শেখর
প্রযোজনা
কোম্পানি
শ্রেষ্ঠ মুভিজ
পরিবেশকডিজনি+ হটস্টার
মুক্তি
  • ১৭ সেপ্টেম্বর ২০২১ (2021-09-17)
স্থিতিকাল১৩৫ মিনিট
দেশভারত
ভাষাতেলুগু

চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ ২০২০ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০২১ সালের জুনে শেষ হয়েছিল। চিত্রধারণ করা হয়েছে হায়দ্রাবাদ, গোয়া এবং দুবাইয়েভারতে কোভিড-১৯ মহামারীর কারণে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর ডিজনি+ হটস্টার-এ ডাইরেক্ট-টু-স্ট্রিমিং মুক্তি দেওয়া হয়।

অভিনয়ে সম্পাদনা

  • নিথিন – অরুণ, একজন পিয়ানোবাদক
  • তামান্না – সিমরান, মোহনের স্ত্রী
  • নাভা নাতেশ – সোফি, অরুণের বান্ধবী
  • যীশু সেনগুপ্ত – সিআই এন. রবিন্দর/ববি
  • নরেশ – মোহন, প্রাক্তন চলচ্চিত্র অভিনেতা
  • শ্রীমুখী – লক্ষ্মী/লাকি, এন. রবিন্দরের স্ত্রী
  • অনন্যা নাগাল্লা – পবিত্রা, মোহনের মেয়ে
  • হর্ষবর্ধন – ডা. স্বামী
  • রাচা রবি – মুরালি, একজন অটো চালক
  • মঙ্গলি – মুরলীর বোন
  • লহরি শারি – টিভি রিপোর্টার
  • শ্রীনিবাস রেড্ডি – এসআই পি. শ্রীনিবাস নায়েক
  • দুভবাসী মোহন – বাদ্যযন্ত্রের দোকানের মালিক
  • মাস্টার নিখিল – টিংকু

সঙ্গীত সম্পাদনা

মায়েস্ট্রো
মহতী স্বরা সাগর
কর্তৃক সাউন্ডট্র‍্যাক
শব্দধারণের সময়২০২১
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র‍্যাক
ভাষাতেলুগু
সঙ্গীত প্রকাশনীআদিত্য মিউজিক
প্রযোজকমহতী স্বরা সাগর
মহতী স্বরা সাগর কালক্রম
ইশক
(২০২১)
মায়েস্ট্রো
(২০২১)
নং.শিরোনামগীতিকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."বেবী ও বেবী"শ্রীজোঅনুরাগ কুলকার্নি৪:১৭
২."বেন্নেলো আদাপিল্লা"শ্রীজো, কৃষ্ণা চৈতন্যসুইকার অগাস্থি৩:৩১
৩."লা লা লা"কাসারলা শ্যামধনুঞ্জয় সীপানা২:৪০
৪."শুরু কারো"শ্রীমানীএল.ভি. রেভান্থ৩:৫১

মুক্তি সম্পাদনা

২০২১ সালের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয় ১১ জুন, ২০২১।[১] ২০২১ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে, ভারতে কোভিড-১৯ মহামারীর কারণে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবেনা; পরিবর্তে এটি ডিজনি+ হটস্টারে ডাইরেক্ট-টু-স্ট্রিমিং মুক্তি পাবে।[২] চলচ্চিত্রটি ১৭ সেপ্টেম্বর, ২০২১-এ মুক্তি পায়।[৩] তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে হটস্টার-এর কার্যক্রম বন্ধ থাকায় তাদের সম্মিলিত প্রতিষ্ঠান হুলু-তে চলচ্চিত্রটি উপলব্ধ রয়েছে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kumar, Gabbeta Ranjith (১৯ ফেব্রুয়ারি ২০২১)। "Telugu remake of Andhadhun gets a release date"The Indian Express। ১৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২১ 
  2. K., Janani (২০ আগস্ট ২০২১)। "Nithiin, Tamannaah's Maestro trailer to release on Aug 23. Film to premiere on Disney+ Hotstar"India Today। ২০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২১ 
  3. "Nithiin, Tamannaah starrer Maestro to stream on OTT, release date announced"The News Minute। ২৮ আগস্ট ২০২১। ২৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২১ 
  4. Bureau, Binged (২০২১-০৯-১৬)। "The US Disney Bundle Makes It's First Blunder With Maestro"Binged (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা